বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:১৬
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

রাষ্ট্র মালিকানাধীন সব কোম্পানিকে নিজ অর্থে চলার নির্দেশ

অনলাইন ডেস্ক::

রাষ্ট্র মালিকানাধীন সব লিমিটেড কোম্পানিকে নিজেদের পায়ে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (০৪ মে) একনেক সভা শেষে প্রধানমন্ত্রীর এ কথা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারি কোম্পানিগুলোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ব্যাংক-বীমা, টেলিযোগাযোগ, পর্যটন খাতের এসব প্রতিষ্ঠানকে বছরের পর বছর অর্থ দিতে হবে- এটা আর চলবে না। সরকার এ প্রতিষ্ঠানগুলোকে পুঁজি দিয়েছে। ব্যবস্থাপনার অন্যান্য সুযোগ দেওয়া হয়েছে। তারপরও তাদের দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ দিয়ে যাওয়া অর্থনৈতিকভাবে কিছুতেই গ্রহণযোগ্য নয়। এখন থেকে সরকারি কোম্পানিগুলোকে নিজস্ব আয়-ব্যয়ে চলতে হবে।

উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আলোচনায় প্রধানমন্ত্রী আরো বলেন, যাই নির্মাণ করা হোক, তা উন্মুক্ত থাকতে হবে সবার জন্য।

একনেক চেয়ারপারসন হিসেবে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৈঠকে সংযুক্ত হন তিনি। শেরে বাংলানগরে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনে কেন্দ্রে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পরিকল্পনান্ত্রীর কার্যালয় থেকে অনলাইনে ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

একনেকের এই সভায় বাগেরহাটের পানগুচি নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পসহ ১১ হাজার ৯শ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে সরকার।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা