রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:১০
শিরোনাম :

মুলাদীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নূর মোহাম্মাদ হোসাইনী

মুলাদী প্রতিনিধি ॥

মুলাদীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন নূর মোহাম্মাদ হোসাইনী। তিনি গত ৩ মে সোমবার মুলাদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন। এর আগে নূর মোহাম্মাদ হোসাইনী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত ছিলেন।

নূর মোহাম্মাদ হোসাইনীর বাড়ি কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলায়। তিনি ২৯তম বিসিএসের মাধ্যমে সরকারি চাকুরীতে যোগদান করেন। মুলাদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনি প্রথম মাঠ প্রশাসনে সরকারের দায়িত্ব পালন শুরু করবেন।

উল্লেখ্য সদ্য বিদায়ী মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস বরগুণা জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয় নূর মোহাম্মাদ হোসাইনীকে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা