মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৭:৪৪
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হোসনাবাদ সাহেবেরচর খেয়া ঘাটে অতিরিক্ত টাকা আদায়, প্রতিবাদে লাঞ্ছিত হয় যাত্রীরা!

রেদোয়ান আহমেদ ,বিশেষ প্রতিনিধি::

সরকারি নীতিমালার তোয়াক্কা না করে বরিশালের মুলাদী ও গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর খেয়া ঘাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। সরকার কর্তৃক নির্ধারিত জনপ্রতি ৫ টাকা ভাড়ার পরিবর্তে আদায় করা হচ্ছে দশ টাকা করে। শুধু এখনেই সীমাবদ্ধ নয় রাত হলে দু’পাড়ের মানুষকে জিম্মি করে ৫০ থেকে ১৫০ টাকা আদায় করে ইজারাদার। সরকারি নিয়ম অনুসারে খেয়াঘাটে টোল আদায়ের চার্ট টানানোর নিয়ম থাকলেও কোথাও নেই চার্ট টানানো ।

প্রতিবাদ করলে ইজারাদারের হাতে লাঞ্ছিত হতে হয় সাধারণ মানুষকে। দীর্ঘদিন ধরে এমন অনিয়ম করে আসলেও কারো কোনো প্রতিবাদ লক্ষ করা যায়নি জানা গেছে, ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত হোসনাবাদ সাহেবের চর ৪ লাখ ৪ হাজার টাকায় হোসনাবাদ সাহেবের চর খেয়ার ইজারা নেন তোফাজ্জেল। সরকারি নিয়ম অনুযায়ী জনপ্রতি ৫ টাকা, মোটরসাইকেল ১৫ টাকা ও বাইসাইকেল ৫ টাকা করে পারাপারের কথা রয়েছে।

আর এ টোল চার্ট প্রতিটি খেয়াঘাটের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নিয়ম রয়েছে। কিন্তু হোসনাবাদ সাহেবের চর খেয়াঘাটে টোল চার্ট টানানো নেই। প্রতিদিনই এ খেয়া দিয়ে মুলাদী গৌরনদী উপজেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করে। হোসনাবাদ সাহেবেরচর তোফাজ্জেল ঘাট ইজারা নেয়ার পরই সরকারি এ নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনপ্রতি পাচঁ টাকার পরিবর্তে দশ টাকা করে ভাড়া আদায় করছে বলে অভিযোগ স্থানীয়দের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা