রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:১৭
শিরোনাম :

আজ চিলমারী সাইক্লোন ক্রিকেট টুনামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়

  রেদোয়ান আহমেদ::

আজ ২১ ই মে বিকালা ৪ ঘটিকায় মুলাদীর নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের যুবকদের উদ্দোগে অনুষ্ঠিত চিলমারী সাইক্লোন ক্রিকেট টুনামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ত্রিনবাগো হেড এবং ব্রিসবেন হেড অংশগ্রহণ করেন। ত্রিনবাগো হেড এর অধিনায়ক এর দায়িত্ব পালন করেন রফেজ এবং ব্রিসবেন হেড এর অধিনায়ক এর দায়িত্ব পালন করেন মিঠু।

চিলমারী সাইক্লোন ক্রিকেট টুনামেন্ট ২০২১ এর প্রধান অতিথির দায়িত্ব পালন করেন জনাব মোস্তাফিজুর রহমান বাদল (সাধারন সম্পাদক, আওয়ামীলিগ ২নং নাজিরপুর ইউনিয়ন), বিশেষ অতিথির দায়িত্ব পালন করেন জনাব আলী আজগর (সিনিয়র শিক্ষক বানীর্মদ্দন মাধ্যমিক বিদ্যালয়), সভাপতিত্ব করেন জনাব কুতুবউদ্দিন (বিশিষ্ট নেতা, আওয়ামীলিগ ২নং নাজিরপুর ইউনিয়ন) এবং খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন সরদার নান্টু। ত্রিনবাগো হেড টচে জিতে ব্যাট করারার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ১৪ ওভারে ত্রিনবাগো হেড ৩ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। অপর দিকে ব্রিসবেন হেড ১১ ওভারে সকল উইকেট হারিয়ে ৯২ রান করে। ত্রিনবাগো হেড ৭৭ রানের ব্যাবধানে জয়লাভ করে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা