নিজস্ব প্রতিবেদক:;
“মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশালের উজিরপুর উপজেলার বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্রের উদ্বোধণ করেছেন।
রোববার সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল জেলার উজিরপুর উপজেলায় সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্রের শুভ উদ্বোধণ করেন। পরে প্রশাসনের কর্মকর্তা ও সুফলভোগীদের সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী সাথে কথা বলতে পেরে গর্বিত হয়েছেন প্রশাসনসহ গোটা উজিরপুর উপজেলাবাসী।
ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্থাপনা মন্ত্রণালয়ের নবনির্মিত অ্যাকাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে উজিরপুরের শোলক ইউনিয়নের রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট এ- কমার্স কলেজের তৃতীয় তলা বিশিষ্ট বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্রের উদ্বোধণকে ঘিরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে ওই এলাকায় উৎসবের আমেজে পরিনত হয়েছিলো। গত কয়েকদিন থেকে নেয়া হয়েছিলো ব্যাপক প্রস্তুতি।
রামেরকাঠী টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট এ- কমার্স কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ সুখেন্দ শেখর বৈদ্য জনকণ্ঠকে বলেন, মহৎকর্ম ও জনকল্যাণমুখী কোন কাজই বৃথা যায়না। প্রধানমন্ত্রীর উদ্বোধণ এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যন্ত উজিরপুর উপজেলাবাসীর খোঁজখবর নেওয়ার মধ্যদিয়ে আজ আমি আমার পরিকল্পনায় পুরোপুরি সফল ও স্বার্থক হয়েছি। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি উজিরপুরবাসীর পক্ষ থেকে বিশ্ব মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কারণ তার কারণে উজিরপুর উপজেলায় ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে নতুন একটি অধ্যায়। দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিপিপি (অপারেশন) পরিচালক নুরুল ইসলাম খান অসি জনকণ্ঠকে বলেন, বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়ণ কেন্দ্রটি বয়স্ক, গর্ভবতী, শিশু ও প্রতিবন্ধীতাবান্ধব করে নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বরিশালপ্রান্তে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সংসদ সদস্য মোঃ শাহে আলম, পংকজ নাথ, বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, সংরক্ষিত নারী এমপি সৈয়দা রুবিনা আক্তার মিরা, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সুধীজন, সাংবাদিকসহ বিভিন্ন মহলের জনসাধারণ উপস্থিত ছিলেন।