মঙ্গলবার, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৮
শিরোনাম :
জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা

মুলাদীতে গাছুয়া ইউনিয়নে গৃহবধুর লাশ উদ্ধার: স্বামী আটক

বিশেষ প্রতিনিধি (মুলাদী) ::

বরিশাল মুলাদীতে শনিবার রাত ৮টার দিকে  রিমা আক্তার (১৯) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।  উপজেলার গাছুয়া ইউনিয়নের পূর্বহোসনাবাদ গ্রামের রাকিব সরদারের বাড়ি থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। রিমা আক্তার পাশ্ববর্তী মেহেন্দিগঞ্জ উপজেলার কাদিরাবাদ ইউনিয়নের ভোঙ্গা গ্রামের আঃ করিম রাড়ীর মেয়ে। প্রায় আড়াই বছর আগে পূর্বহোসনাবাদ গ্রামের শাহেদ আলী সরদারের পুত্র রাকিবের সাথে বিয়ে হয়। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। রিমা আক্তার পারিবারিক কলহের জেরধরে আতœহত্যা করেছে বলে দাবী করেছেন তার শ্বশুর বাড়ির লোকজন। স্থানীয় মাধ্যমে জানাযায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার সন্ধ্যায় রাকিব ও রিমার মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে রাকিব তার স্ত্রী রিমাকে মারধর করে মিয়ারহাট বাজারে চলে যান। রাত ৮টার দিকে বাড়িতে ফিরে স্ত্রীকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। পরে ঘরে পাশ্বে একটি গাছে রিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রাকিব সরদারকে আটক করেন। এঘটনায় রিমার পিতা আঃ করিম রাড়ী বাদী হয়ে রাতেই রাকিব সরদারকে আসামী করে নির্র্যাতন ও আতœহত্যায় প্ররোচণার অভিযোগ এনে মুলাদী থানায় মামলা দায়ের করেন। মামলার সূত্রে রাকিবকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ রোববার সকালে জেলহাজতে প্রেরণ করেছে। এব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মাকসুদুর রহমান জানান, গৃহবধুর পিতার মামলার প্রেক্ষিতে স্বামীকে আটক করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা