বরিশাল প্রতিনিধি (পারভেজ) ::
মধুমাস জৈষ্ঠে বরিশালে বাজারগুলোতে লিচুর বাজার জমজমাট। তীব্র গরমে এ রসালো ফল লিচুর চাহিদা সবসময়ই আছে। এ বছরও লিচুর চাহিদা রয়েছে ব্যাপক। যদিও বৈশাখ মাসেই লিচু আসতে শুরু করেছে বরিশালে। এদিকে ঘূণিঝড় ‘ইয়াস’ এর প্রভাব থেকে রেহাই পেতে আগাম অনেকে লিচু বিক্রি করে দিয়েছে পাইকারের কাছে। ফলে লিচুর বাজাগুলোতে ভরপুর লিচু পাওয়া যাচ্ছে। বুধবার ২রা জুন বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রুপাতলী বাসষ্টান্ড, সদর রোড, চৌমাথা,বটতলা বাজার, ফলপট্টিতে প্রচুর পরিমানে লিচু বিক্রি করতে সরেজমিনে দেখা যায়।
বরিশাল লঞ্চঘাটের সম্মুখে,সদর রোডে ও চৌমাথা বাজারে সবচেয়ে বেশি লিচুর বাজার জমজমাট দেখা যায়। চৌমাথা বাজারের বিক্রেতা বোরহান বলেন, চলতি বছরে লিচুর ফলন ভালো হয়নি বৃষ্টি না হওয়ায়। তাই দামও একটু বেশি। তবে কয়েক দিন ধরে বাজারে লিচুর পরিমান বেশি। ঘূর্নিঝড় ‘ইয়াস’ এর কারণে অনেক লিচু আগে বিক্রি করে দিয়েছে। নথুল্লাবাদের ব্যবসায়ী রফিক বলেন, বরিশালে সাইজ অনুসারে লিচুরশত সর্বোচ্চ দাম ৩৫০ টাকা। তবে সাইজভেদে শত হিসাবে ২৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।
তিনি আরো বলেন, বরিশাল বাজারে ঈশ্বরদীর বোম্বাই লিচু, রাজশাহীর চায়না থ্রি লিচুসহ দেশের বিভিন্ন অঞ্চলের লিচু পাওয়া যায়। বরিশাল সদর রোডে লিচুর ক্রয়কারী আজাদ বলেন, বাজারে ভরপুর লিচু দেখে দাম যা হোক কেনার আগ্রহ আর সামলাতে পারলাম না শত হলেও মৌসুমি ফল। এদিকে, চলতি বছরে দেখা যায় অনলাইনের মাধ্যমেও প্রচুর পরিমানে লিচু ক্রয়বিক্রয় হচ্ছে বরিশালে।