শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৪৭
শিরোনাম :
বরিশালে রবীন্দ্রনাথের ১৬৪তম জন্মবার্ষিকী পালন ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

বরিশালে তরুণদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ

বরিশাল প্রতিনিধি (পারভেজ)::

বরিশাল নগরীতে তরুনদের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। ৩রা জুলাই শনিবার থেকে আজ ৫ই জুলাই সোমবার এই খাদ্য বিতরন কর্মসূচি পরিচালিত হয়। শনিবার নগরীর আমতলা পার্ক থেকে খাবার বিতরণ শুরু করে চৌমাথা হয়ে বটতলা গিয়ে শেষ হয়।রবিবার নগরীর আমতলা পার্ক থেকে শুরু করে অশ্বিনী কুমার হল পর্যন্ত ঘুরে ঘুরে অসহায় মানুষের হাতে খাবার তুলে দেয়া হয়।সোমবার নগরীর শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে এই খাদ্য বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। উক্ত কার্যক্রমের একজন আয়োজক মোঃ আলামিন বলেন, লকডাউনের কারনে শহরের অসহায়-দরিদ্র মানুষ এবং সুবিধাবঞ্চিত শিশুরা চরম বিপাকে পড়েছে। হোটেল বন্ধ থাকার কারনে অনেক খেটে খাওয়া মানুষকে না খেয়ে দিন কাটাতে হয় তাই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তবে সকলের সহযোগিতা পেলে যতদিন লকডাউন থাকবে আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো। এ ব্যাপারে বিখ্যাত পন্য সম্ভার এর প্রতিষ্ঠাতা-পরিচালক গাজী হাদিউজ্জামান বলেন, আমরা প্রতিদিন প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করছি।আমাদের এই কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত আছেন বরিশালের প্রায় ২০ জন তরুণ উদ্যোক্তা। যাদের কেউ আমাদের খাবার প্রস্তুত করে দিচ্ছেন আবার কেউ অর্থনৈতিক ভাবে সহযোগিতা করছেন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে “সবুজ বাংলা সোসাইটি” এর সদস্যরা।আমরা বিশ্বাস করি সবাই যদি এই করুন পরিস্থিতিতে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসেন তাহলে না খেয়ে থাকতে হবেনা কোনো অসহায়-দরিদ্র মানুষের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা