বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শিমুলিয়ায় লঞ্চ বন্ধ, সীমিত ফেরি চলাচল

বিজলী ডেক্স::

রপ্তানিমুখী পোশাক শিল্পকারখানা খোলার ঘোষণায় শ্রমিকদের কারখানায় পৌঁছাতে গত দুই দিন দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে শিমুলিয়া ঘাটে প্রচণ্ড চাপ ছিল। কিন্তু সোমবার (০২ আগস্ট) শিমুলিয়ার চিত্রটা ঠিক তার উল্টো।

এদিকে, চাপ কমায় শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সীমিতকারে চলছে ফেরি।

শিমুলিয়া নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন বলেন, সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত এই রুটে ৫২ টি লঞ্চ চলাচল করেছে। যাত্রীর চাপ কমে যাওয়ায় দুপুর থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, প্রায় শতভাগ শ্রমিক কারখানায় ফিরে গেছেন বলে মনে করা হচ্ছে। ঘাটে সোমবার সেই চাপ অনেকটাই উধাও। লঞ্চ চলাচল করায় ফেরিতে যাত্রীর চাপ অর্ধেকে নেমে এসেছে।
বিআইডব্লিউটিসির টার্মিনাল সুপারিন্টেনডেন্ট কাজী মফিজুল ইসলাম বলেন, ঘাটে এখন ছোট-বড় জরুরি পরিষেবা ও পণ্যবাহী শতাধিক যানবাহন পদ্মা পারাপারে অপেক্ষায় রয়েছে। তাই সীমিত পরিসরে চলছে ফেরি।
লঞ্চ-ফেরিতে সোমবার সকালের দিকে অসংখ্য যাত্রী পদ্মা পাড়ি দেয়। সোমবার সকাল হতে কর্মস্থলে ফেরাসহ নানা প্রয়োজনে বিধিনিষেধের মধ্যেও ঢাকা অভিমুখে লঞ্চ ও ফেরিতে পদ্মা পাড়ি দিতে দেখা যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অগণিত মানুষকে। গণপরিবহন বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পৌঁছে জরুরি প্রয়োজন ও কর্মস্থলে ফেরা মানুষদের গন্তব্যে যেতে পড়তে হচ্ছে ভোগান্তিতে।
অতিরিক্ত ভাড়া খরচায় আর চরম বিড়ম্বনার শিকার হয়েও ছোট যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে হাজারও মানুষ।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বহরের ১৮ টির মধ্যে নয়টি ফেরি চলছে। যাত্রীর চাপ হ্রাস পেয়েছে। জরুরি পরিসেবার যানবাহন পারাপার করা হচ্ছে। তবে চেক পোস্ট পার হয়ে যেসব যান জরুরি প্রয়োজনে আসছেন তাদেরও পার করা হচ্ছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা