পাবনা ব্যুারো ::
পাবনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের নারী ও পুরুষ ৯১ জন গ্রাম পুলিশ এর মাঝে ৯১ টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পাবনা সদর উপজেলার বীর মুক্তযোদ্ধা আব্দুর রব (বগামিয়া) মিলনয়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন পাবনার স্থানীয় সরকার উপ- পরিচালক মোঃ মোখলেছুর রহমান, অনুষ্ঠানে উপজেলা ভাইস
চেয়ারম্যান শাওয়াল বিশ^াস, ভাড়ারা ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান, দোগাছি ইউপি চেয়ারম্যান আলী হাসান, আতাইকুলা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান সহ বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। পরে গ্রাম পুলিশদের পেশাগত সুবিধার কথা বিবেচনা করে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বাই সাইকেল বিতরণ করা হয়।