বিজলী ডেক্স::
নরসিংদীর মাধবদী থানা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও টাইম বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক মোঃ নাহিদ প্রধান সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তার নিজ বাসা হতে মোটর সাইকেল যোগে মাধবদী যাবার পথে পাঁচদোনা এলাকার ড্রীম হলিডে পার্কের কাছে পৌঁছালে একই দিকে হতে আসা একটি মাঝারী ধরণের ট্রাক হঠাৎ তার মোটর সাইকেলকে ওভারটেক করে সামনে এলে নাহিদ প্রধানের মোটর সাইকেলটি তে ট্রাক ধাক্কা দেয়।
এতে করে সাংবাদিক নাহিদ মোটর সাইকেল সহ সড়ক হতে নিচে পড়ে যায়। ফলে তার হাত -পা, বুক ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। এ ঘটনায় স্থানীয়রা তাকে প্রথমে মাধবদী প্রাইম জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে এলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তার স্বজনরা এসে তাকে নরসিংদী সদর হাসপাতালে
নিয়ে যায়।
তবে ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। এদিকে, খবর পেয়ে মাধবদী থানা প্রেসক্লাবের সাধারন সম্পাদক খন্দকার শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম ও ইমন সিদ্দিকী আহত সহকর্মী সাংবাদিক নাহিদ প্রধানকে দেখতে হাসপাতালে যান।