বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করছিল চক্রটি

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুজ্জামান (৩৩) ও মো. নাজির হোসেন (৩২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে একটি বাহিনীতে মেস ওয়েটার ও সৈনিক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ ও নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গ্রেপ্তার দুজন পরস্পর বন্ধু। নাজির একটি হাসপাতালের ওয়ার্ড বয়। তিনি সুকৌশলে সাধারণ মানুষকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। চাকরিপ্রার্থীদের বিশ্বস্ততা অর্জনের পর তিনি তাঁর বন্ধু কামরুজ্জামানকে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে চাকরিপ্রার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, কামরুজ্জামান চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে বলেন, এর আগে তিনি বহু লোককে ওই বাহিনীতে চাকরি দিয়েছেন। তবে চাকরি পেতে হলে বাহিনীর নিয়োগ বোর্ডে যাঁরা থাকেন, তাঁদের পাঁচ লাখ টাকা দিতে হবে। এভাবে প্রথমে একটি চুক্তিনামার মাধ্যমে পাঁচ লাখ টাকা আদায় করেন চক্রের সদস্যরা। এরপর চাকরিপ্রার্থীর কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র নেওয়ার পর প্রার্থীকে জানানো হয়, আপনাকে একটি পদের জন্য মনোনীত করা হয়েছে। তবে নিয়োগপত্র পেতে আরও দুই লাখ টাকা দিতে হবে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, এভাবে ধাপে ধাপে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন চক্রের সদস্যরা। একপর্যায়ে চাকরিপ্রার্থীকে ভুয়া নিয়োগপত্র দিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সূত্রাপুর থানায় মামলা হয়েছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা