রায়পুরাপ্রতিনিধি::
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শিকদার পাড়া গ্রামের কৃষক মাহমুদ উল্লাহ’র নিকট সোমবার সকালে ২৩ লক্ষ ৫০ হাজার টাকার মেশিন ১১ লক্ষ ৭৫ হাজার টাকায় ক্রয় করে চাবি হস্তান্তর করেন কৃষি অধিদপ্তর। নরসিংদী এর উপপরিচালক ড.মো ছাইদুর রহমান, কৃষি অধিদপ্তর নরসিংদী জেলা প্রশিক্ষণ অফিসার ড.মুহাম্মদ মাহবুবুর রশিদ, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেন, রায়পুরা থানা ওসি মোঃ আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার বনি আমিন খান, কৃষি অফিসার বলেন- উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সরকার কৃষি ব্যবস্থা কে আরো ঢেলে সাজাতে পঞ্চাশ শতাংশ ভূর্তকি দিয়ে কৃষকদের মাঝে উন্নত প্রযুক্তির মেশিন দিচ্ছেন। গত মৌসুমে এ উপজেলায় ৬ টি ও চলতি মৌসুমে এ পর্যন্ত ২টি মেশিন বিতরন করেন।