মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৭
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বাংলাদেশ প্রথম ওভারেই ইংলিশ শিবিরে ফিজের হানা

বিজলী ডেস্ক::

ইংল্যান্ডের সামনে ব্যাটঁ হাতে খেই হারিয়ে ফেলার ম্যাচে ১৮৯ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দিয়ে এবারে বল হাতে বিশ্বকাপজয়ীদের চ্যালেঞ্জ করছে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই মোস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন ডাওয়িড মালানের উইকেট।

এতে করে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় ইংলিশরা।

এর আগে গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেতে হয়েছিল বাংলাদেশকে। দলীয় ২৬ রানেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে হারাতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের।

দ্রুত দুই উইকেট হারানোয় বিপর্যয়ের চোখ রাঙ্গানি দেখতে থাকা বাংলাদেশের জন্য ত্রাতা হয়ে আসেন তানজিদ হাসান তামিম। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সচল রাখেন রানের চাকা।

৪৪ বলে ৪৫ করে তামিম বিদায় নিলেও উইকেটের একপ্রান্তে থিতু হয়ে বসে অর্ধশতকের কোটা পূর্ণ করেন মিরাজ। একপ্রান্ত তিনি আগলে ধরে রাখলেও অপরপ্রান্ত থেকে হতাশ করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

মুশফিক মাঠ ছাড়েন ৮ রান করে আর রিয়াদ সাজঘরের পথ ধরেন ১৮ রানে। আর তাতেই দেড়শ রানের আগেই পঞ্চম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।

বৃষ্টিতে তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর খেলা মাঠে গড়ানোর পর পাঁচ ওভারের মাথায় সাজঘরের পথ ধরতে হয় তাওহীদ হৃদয়কে। খেই হারিয়ে ৮৯ বলে ৭৪ করে মাঠ ছাড়তে হয় মিরাজকেও।

এরপরই শুরু হয় টাইগার শিবিরে আসা যাওয়ার মিছিল। ৩ রান করে সেই মিছিলে শামিল হন শেখ মাহেদী। আর রানের খাতা না খুলেই তাকে অনুসরণ করেন নাসুম আহমেদও।

শেষদিকে তাসকিনের ১২ রানের সুবাদে ইংল্যান্ডের সামনে ১৮৮ রানের লড়াকু পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা