বিজলী ডেক্স:
এ্যাডভোকেট এ.বি.এম. ফকর উদ্দিন এর সহধর্মীনি মিসেস মনোয়ারা বেগম আজ মঙ্গলবার (১১ই আগষ্ট,২০২০) সকাল ৯:০০ টার সময় হাঠাৎ শেষ নিশ্বাস ত্যাগ করেন।আমরা বিজলী বার্তা পরিবারের পক্ষথেকে মরহুমার রুহের মাগফিরত কামনা করছি এবং শোক সন্তোষ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।মৃত্যর সময় তার পরিবারে স্বামী, ৪ পুত্র , ১ কন্যা সহ নাতী নাতনী রেখে গেছেন।
মরহুমার জানাজার নামাজ আজ বাদ আসর তার বাসভবন নিকটস্থ জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং তার পর তাকে বাঘিয়া কেন্দ্রীয় কবর স্থানে শায়িত করা হবে।