মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৩৩
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

দেশের আদালতগুলোতে ৪০ লাখ মামলা এখন বিচারের অপেক্ষায়

দেশের আদালতগুলোতে ৪০ লাখ মামলা এখন বিচারের অপেক্ষায়। এই চক্রে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন কোটি বিচারপ্রার্থী, তাদের পরিবার। বিচার সংশ্লিষ্টরা বলছেন, বিচারের দীর্ঘসূত্রতা না কমানো গেলে লঙ্ঘিত হবে মানবাধিকার।

এদিকে মামলার জালে বন্ধ রয়েছে ৪১ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ও। এসব অর্থসংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে এনবিআরকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

শিশুসন্তান কোলে মা, অসুস্থ ব্যক্তি, বৃদ্ধ কিংবা তরুণ কেউই বাদ পড়ছেন না এই ভোগান্তি থেকে।

শুধু বহু যুগের অপেক্ষায়ই নয়, বিচারালয়ের ঘাটে ঘাটে পয়সা গুনতে হয় বিচারপ্রার্থীদের। আদালতের দরজায় কড়া নাড়তেই নিঃস্ব হচ্ছেন তারা।

৭০ বছর বয়সী এক বৃদ্ধ জানান, এখানে তারিখের পর তারিখ পড়ছে। আর টাকা ছাড়া তো কেউ হাঁটে না। এক জমি রক্ষার জন্য আরেক জমি বিক্রি করতে হয়।

দীর্ঘসূত্রতার সঙ্গে তাল মিলিয়ে আদালত প্রাঙ্গণে বাড়ছে জামিন জালিয়াতি, প্রতারণা আর ভুয়া মামলায় হয়রানির মতো অপরাধ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, আদালতের স্টাফরা জালিয়াতির সঙ্গী হচ্ছেন। একই সঙ্গে তারা কয়েক আইনজীবীর সঙ্গে সম্পৃক্ত। এ কারণে বিচারপ্রার্থীরা ভোগান্তিতে পড়েন।

সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, এ ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি হলে প্রতারণা কমে আসবে।

একটি বেসরকারি সংস্থার সাম্প্রতিক জরিপ বলছে, বিচারিক সেবা খাতে দুর্নীতির শিকার হয়েছে ৬০ দশমিক ৫ শতাংশ মানুষ।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মামলাজট কমাতে শিগগিরই ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া রয়েছে এবং খুব দ্রুতই এটি শুরু হবে।

এদিকে বিচার বিভাগের চলমান দীর্ঘসূত্রতাকে পুঁজি করে একশ্রেণির অসাধু ব্যবসায়ী হাজার কোটি টাকার এসব রাজস্ব ফাঁকি দিচ্ছেন বলে জানিয়েছেন এনবিআরের সাবেক চেয়ার‍ম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ।

রাজস্ব সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল আর উচ্চ আদালতে প্রায় ঝুলে থাকা ২৭ হাজারের বেশি মামলা নিষ্পত্তিতে সংস্থাটিকে আরও কার্যকরী ভূমিকা পালন করার পরামর্শ বিশেষজ্ঞদের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা