শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:৫০
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজস্থানে ১ কোটিতে মুস্তাফিজ

অনলাইন ডেস্ক::

২ বছর পর আবারও আইপিএলে ফিরলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবার ঠিকানা পরিবর্তন হলো তার। নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস।

বাংলাদেশি কাটার মাস্টারের ভিত্তিমূল্য ছিল ‌১ কোটি রুপি। এই দামেই তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।

২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথম আইপিএল খেলেন মুস্তাফিজ। সেবার দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে দলকে শিরোপা জেতান তিনি। ১৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে ছিলেন আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকায়।

পরের বছরে অবশ্য তাকে খেলার সুযোগ দেয়নি সানরাইজার্স। এক ম্যাচে ব্যর্থ হওয়ার পরই তাকে বসিয়ে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। পরের মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্স দলে ভেড়ায় মুস্তাফিজকে। ৭ ম্যাচ খেলে সেবার ৭টি উইকেট শিকার করেন দ্য ফিজ।

তবে বিসিবি নিষেধাজ্ঞা আরোপ করায় ২০১৯ ও ২০২০ সালে আইপিএল খেলতে যেতে পারেননি মুস্তাফিজ। এবার অনুমতি মেলায় আবারো নিলামে অংশ নেন ফিজ। আর ঠিকানা হলো রাজস্থান রয়্যালসে।

আরেক বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরেছেন পুরনো ডেরায়। এবারের আইপিএলের জন্য আবারো তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩.২ কোটি রুপিতে কেকেআরে যোগ দিচ্ছেন তিনি।

চলমান নিলামে এখন পর্যন্ত সর্বাধিক দামে বিক্রিত হয়েছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে তাকে কিনেছে রাজস্থান। আইপিএল ইতিহাসে যেটি রেকর্ড। এর আগে ২০১৫ সালে সর্বাধিক ১৬ কোটি রুপিতে সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে কিনেছিল দিল্লী। তাকে ছাড়িয়ে গেলেন মরিস।

দাম বেড়েছে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলেরও। ১৪.২৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছেন ম্যাক্সওয়েল।

এবারের নিলামে অবিক্রিত রয়ে গেছেন জেসন রয়, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স ক্যারি, স্যাম বিলিংস, এভিন লুইসের মতো তারকারা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা