শুক্রবার, ৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:১৫
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

খেলা চলাকালে মাঠে ভক্ত, ভয়ে দৌড়ে পালালেন কোহলি (ভিডিও)

অনলাইন ডেস্ক::

ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন এক ক্রিকেটভক্ত অনায়াসে ঢুকে পড়লেন মাঠে। সেই ভক্তের কাণ্ড দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন বিরাট কোহলি। ওই ভক্তের কাণ্ড দেখে ততক্ষণে দুই দলের অন্য ক্রিকেটাররা বেশ অস্বস্তিতে পড়েছিলেন। নিরাপত্তারক্ষীরা অবশ্য তড়িঘড়ি সেই সমর্থককে মাঠ থেকে বের করে দেন।

বিশ্বের সব থেকে বড় ক্রিকেট স্টেডিয়ামে খেলছে ভারত ও ইংল্যান্ড। তার উপর এই স্টেডিয়ামের নামকরণ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে। যদিও এই নামকরণ নিয়ে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সোশ্যাল মিডিয়ায় চর্চাও হয়েছে বিস্তর। কেউ এই নামকরণের সার্থকতা খুঁজে পেয়েছেন। কেউ আবার তীব্র বিরোধিতা করেছেন। তবে তাতে অবশ্য টেস্টের গরিমা নষ্ট হয়নি।

এ ঘটনায় মাঠের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যে কোনও মাঠেই নিরাপত্তা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যখন দুটি দেশের আন্তর্জাতিক স্তরের ক্রিকেটাররা খেলেন। তবে নরেন্দ্র মোদি স্টেডিয়াম কিন্তু শুরুতেই এই ব্যাপারে হোঁচট খেল। মোতেরার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠে গেল।

২০১৫ সালে পুরনো মোতেরা স্টেডিয়াম ভেঙে নতুন করে গড়া শুরু হয়েছিল। সব দিক থেকেই আধুনিক এই স্টেডিয়াম। তা হলে নিরাপত্তার বিষয়ে এত গাফিলতি কেন!

এই ম্যাচ থেকেই মাঠে পঞ্চাশ শতাংশ দর্শক আসার অনুমতি দিয়েছে বিসিসিআই। এমনিতে নরেন্দ্র মোদি স্টেডিয়াম-এ এক লাখ দশ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন। কিন্তু আপাতত করোনা পরিস্থিতির জন্য ভারত-ইংল্যান্ডের ম্যাচ মাঠে বসে দেখতে পারছেন ৫৫ হাজার দর্শক। সেই সংখ্যাটাও নেহাত কম নয়। তবে নতুন স্টেডিয়ামে প্রথম ম্যাচেই নিরাপত্তার ব্যবস্থার এমন ফাঁকফোকড় প্রশ্ন তুলে দিয়ে গেল।

দেখুন ভিডিও

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা