মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:২৯
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

যে কারণে হেফাজতের ২৩ নেতার ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক::

সন্দেহজনক লেনদেনের কারণেই হেফাজতের ২৩ নেতার ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা। এমনটাই মনে করেন দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। এদিকে, বারবার জামিনের শর্ত ভাঙায় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরীসহ সংগঠনের অন্য নেতাদের জামিন বাতিলে আইনি দক্ষেপ নেয়ার কথা ভাবছে রাষ্ট্রপক্ষ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে হেফাজতের তাণ্ডব দেখেছে সারাদেশ। সংগঠনটির সহিংসতায় জামায়াত-শিবিরের সম্পৃক্ততারও তথ্য দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সহিংসতার অর্থায়ন এবং হেফাজত আমীরের অনিয়ম নিয়েও মুখ খুলেছেন সাবেক নেতারা। এরই মধ্যে হেফাজতের আমীরসহ সংগঠনটির ২৩ নেতাকর্মীর ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থা। তথ্য চাওয়া হয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার ৩০টি মাদ্রাসারও।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খানের ধারণা, সন্দেহজনক লেনদেনের কারণেই হয়ত এসব তথ্য চেয়েছে গোয়েন্দা সংস্থাটি। তিনি বলেন, ‘আর্থিক গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে কোনো সন্দেহজনক লেনদেন এবং সন্ত্রাসে অর্থায়নের আলামত আছে কি না। যদি থাকে গোয়েন্দা সংস্থা তাদের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করবে। রিপোর্ট তৈরি করে বিষয়টি অনুসন্ধান করে মামলা করা হবে।’

২০১৩ সালের ৫ মে হেফাজতের তাণ্ডবের মামলায় বাবুনগরীসহ অনেক শীর্ষ নেতা আসামি হলেও আদালত থেকে জামিন পান। সংগঠনটির শীর্ষ নেতাদের উস্কানিতে বার বার সহিংসতা হলেও তাদের জামিন বাতিলের কোন পদক্ষেপ নেয়নি রাষ্ট্রপক্ষ। মূখ্য মহানগর হাকিম আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু বলেন, ‘জামিনের যে শর্ত, তারা যদি সেই শর্ত যদি ভঙ্গ করে থাকে সেক্ষেত্রে জামিন বাতিল হতে পারে। আমরা এ ব্যপারে অবশ্যই আইনগত ব্যবস্থা নিব।’

হেফাজত নেতাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা