মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৭
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

বাংলাদেশের গলার কাঁটা লাহিরু থিরিমান্নে!

স্পোর্টস ডেস্ক ::

টেস্ট সিরিজে বাংলাদেশের গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারেন শ্রীলংকান টপ অর্ডার ব্যাটসম্যান লাহিরু থিরিমান্নে। সাম্প্রতিক পারফরমেন্সে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে এই বাঁহাতি ব্যাটসম্যান। বাংলাদেশের বিপক্ষে কারা হতে পারে প্রতিপক্ষ দলের প্রভাবক। তাদের নিয়েই সময় সংবাদের আমাদের ধারাবাহিক প্রতিবেদনে শুক্রবার (১৬ এপ্রিল) থাকছে লাহিরু থিরিমান্নের গল্প।

মুশফিকুর রহিমের প্রথম ডাবল সেঞ্চুরির ম্যাচের কথা আছে? সে টেস্টের প্রথম ইনিংসে লাহিরু থিরিমান্নে খেলেন ১৫৫ রানের অপরাজিত এক ইনিংস।

২০১২ সালে ওই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে আর কখনো টেস্ট খেলেনি থিরিমান্নে। শ্রীলঙ্কায় আবারো টেস্ট সিরিজ। এবার খেলবেন লাহিরু থিরিমান্নে। সাম্প্রতিক ফর্মে তাসকিন-রাহীদের সামনে রুদ্রমূর্তি ধারণ করতে পারেন বামহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান। পরিসংখ্যানে তা হবে পরিষ্কার।

শেষ চার টেস্টে এক সেঞ্চুরি। আর তিন ফিফটি। চার ম্যাচে গড় ১০২.৭৫, যা তার ক্যারিয়ার সেরা। ৪০ টেস্টে তার রান গড় যেখানে ২৫। বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে নাকাল করতে বাংলাদেশের বোলারদের।

ঢাকার মাঠে প্রিমিয়ার ব্যাংকের হয়ে খেলে গেছেন লাহিরু। এদেশের বোলারদের ক্রিকেট মস্তিষ্ক ভালোভাবেই পড়তে পারেন তিনি। দলের প্রয়োজনে দুই ও তিনে ব্যাট করতে নেমেছেন থিরিমান্নে। তবে সবচেয়ে সাফল্য ওপেনিংয়ে নেমে। ১৫ ম্যাচে ওপেন করতে নেমে তুলেছেন সবচেয়ে বেশি ৬৮৮ রান।

লংকানদের রানের ভিত গড়ার অন্যতম এই অভিজ্ঞ ব্যাটসম্যানকে আউট করতে প্ল্যান বি রাখতেই হবে বোলিং ডিপার্টমেন্টকে। নতুবা হতে পারে থিরিমান্নেই স্বপ্নের পতন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা