মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:১০
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

বোলাররা জেতাল পাকিস্তানকে

স্পোর্টস ডেস্ক ::

প্রথম টি টোয়েন্টিতে নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৪৯ রানে আটকে দিয়েছিল জিম্বাবুয়ের বোলাররা। তবুও এই রান টপকাতে পারেনি স্বাগতিক জিম্বাবুয়ে। জয়ের জন্য ১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভার ৭ উইকেট হারিয়ে থেমেছে ১৩৮ রানে। ফলে ১১ রানের জয়ে সিরিজে এগিয়ে গেছে পাকিস্তান।

রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ের দুই ওপেনার তিনাশে কামুনহুকম্বে ও ওয়েসলে মাধেভেরে। ইনিংসের তৃতীয় ওভারেই ফিরে যান মাধেভেরে। মোহাম্মদ হাসনাইনের বলে ১৪ রান করে ফেরেন তিনি।

এরপর থিতু হতে পারেননি তাদিওয়ানশে মারুমানিও। তবে প্রতিরোধ গড়ে তোলেন কামুনহুকম্বে ও অরভিন। দু’জন মিলে গড়নে ৫৬ রানের জুটি। ৩৫ বলে ২৯ রান করে কামুনহুকম্বে ফিরে যান।

এরপর দারুণ ব্যাটিং করতে থাকা অরভিন ফিরে গেছেন ২৩ বলে ৩৪ রান করে। শেষদিকে লুক জঙ্গি ছাড়া আর কোনো ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। ২৩ বলে ৩০ রান করলেও দল জিততে পারেনি। শুধু ব্যবধান কমেছে মাত্র।

পাকিস্তানের হয়ে ৩টি উইকেটে নিয়েছেন উসমান কাদির। হাসনাইন নিয়েছেন ২টি আর ১টি করে উইকেট নিয়েছেন হারিস রউফ ও মোহাম্মদ হাফিজ।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ১৪৯ রানের মাঝারি সংগ্রহ পায় পাকিস্তান। সর্বোচ্চ ৮২ রান করেছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এছাড়া দানিশ আজিজ ১৫ আর ফখর জামান করেছেন মাত্র ১৩ রান।

জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন জঙ্গি ও মাধেভেরে। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন পাকিস্তানের রিজওয়ান।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা