স্পোর্টস ডেস্ক ::
পাকিস্তানকে ৯৯ রানে অল আউটের লজ্জায় ডুবিয়ে তাদের বিপক্ষে প্রথম জয় তুলে নিয়েছে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে নির্ধারিত ওভারে সফরকারীদের ১১৯ রানের মামুলি টার্গেট দিয়েও অবিশ্বাস্যভাবে স্বাগতিকরা ম্যাচ জিতে নিয়েছে ১৯ রানে।
পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেওয়ার কারিগর জিম্বাবুয়ের পেসার লুক জঙ্গি। ৩.৫ ওভার করে মাত্র ১৮ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন।
চার উইকেট শিকার করে ম্যাচসেরাও হয়েছেন জঙ্গি। ম্যাচ শেষে পুরস্কার হাতে উঠলেও ম্যাচে এই পেসারের হাতে উঠেছে তার জুতা। জুতা হাতে নিয়ে কানের কাছে ধরে উল্লাস করতে দেখা গেছে তাকে। তবে এটি ছিল জঙ্গির উইকেটপ্রাপ্তির উদযাপন। আর এমন উদযাপন নিয়ে লুক জঙ্গি এখন আলোচনায়।
পাকিস্তানের শেষ উইকেটটি তুলে নেওয়ার নিজের জুতা খুলে কানের কাছে নিয়ে উদযাপন করেন লুক জঙ্গি। দূর থেকে দেখে বোঝাই যাচ্ছিল, জুতাকে মোবাইল ফোন বানিয়ে কারো সঙ্গে কথা বলার অভিনয় করছেন।
ম্যাচ শেষে এমন অদ্ভুত উদযাপনের কারণ জানালেন জঙ্গি। ম্যাচসেরার পুরস্কার গ্রহণের সময় এই পেসার বলেন, দক্ষিণ আফ্রিকার স্পিনার তারবাইজ সামসির উদযাপনকে অনুকরণ করার চেষ্টা করেছি আমি।