স্পোর্টস ডেস্ক ::
করোনায় আক্রান্ত আর মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড ভাঙছে ভারত। তবে সবচেয়ে তীব্র হচ্ছে অক্সিজেনের সংকট। সাহায্যার্থে তাইতো অন্য ক্ষেত্রের মতো এগিয়ে আসছেন ক্রীড়াঙ্গনের মানুষ।
এবার করোনা আক্রান্ত ভারতের পাশে দাঁড়াল মোস্তাফিজের দল রাজস্থান রয়্যালস। আক্রান্তদের জন্য অক্সিজেন কিনতে সাড়ে ৮ কোটি টাকা দিচ্ছে ফ্রাঞ্চাইজিটি।
এর আগে প্যাট কামিন্স, ব্রেট লি দিয়েছেন অনুদান। এবার সেই দলে যোগ দিল ফ্রাঞ্চাইজি রাজস্থান রয়্যালস। খেলোয়াড়, মালিক ও দলের অন্য সদস্যরা মিলে সাড়ে ৭ কোটি রুপি বা ৮ কোটি ৫৯ লাখ টাকা দান করেছেন তারা। রাজস্থানের পথে হেঁটেছে দিল্লি ক্যাপিটালসও। দুটি ফাউন্ডেশনকে ফ্রাঞ্চাইজিটি দান করেছে দেড় কোটি রুপি।
এ ছাড়া করোনায় আক্রান্ত মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন লিটল মাস্টারখ্যাত শচীন টেন্ডুলকার। পাশাপাশি প্লাজমা দানেও উৎসাহিত করেছে দিল্লি ক্যাপিটালস।