সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৭
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

কার হাতে স্প্যানিশ লিগের শিরোপা?

স্পোর্টস ডেস্ক ::

বিশ্বের বড় বড় সব লিগের শিরোপা কে জিতছে, তা একপ্রকার নির্ধারিত হয়ে গেলেও স্প্যানিশ লা লিগায় কার হাতে উঠছে তা নির্ধারিত হয়নি। শিরোপার দৌড়ে আছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদ তিন দলই। লা লিগায় ক্লাবগুলোর বাকি আছে আর মাত্র চার ম্যাচ। এই তিন স্প্যানিশ জায়ান্টই আছে পয়েন্ট টেবিলের কাছাকাছি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগে কার হাতে উঠতে পারে এবারের শিরোপা? তা নিয়ে থাকছে আমাদের এবারের প্রতিবেদন।

ইপিএলের শিরোপা উঠছে ম্যানচেস্টার সিটির হাতে। দুইয়ে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পয়েন্ট ব্যবধান পরিষ্কার ১৩। পরিসংখ্যানের মারপ্যাচে রেড ডেভিলরা সিটিজেনদের ধরাটা একপ্রকার অসম্ভব।

শিরোপা নির্ধারিত হয়ে গেছে ইতালিয়ান সিরি’আর। য়্যুভেন্তাসের ৯ বছরের দম্ভ গুঁড়িয়ে চ্যাম্পিয়ন অ্যান্তনিও কন্তের ইন্টার মিলান। জার্মানির বুন্দেস লিগাতেও ছুটছে বাভারিয়ানদের জয়রথ। দুইয়ে থাকা লাইপজিগ আকাস কুসুম পরিবর্তন না করলে হয়তো বায়ার্ন মিউনিখের শিরোপা জয় কেবল সময়ের ব্যবধান মাত্র।

তবে, উলটো চিত্র স্প্যানিশ ফুটবলে। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লা লিগা জমে ক্ষীর। শিরোপা জয়ে নেই কারো একচ্ছত্র আধিপত্য। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ- তিন স্প্যানিশ জায়ান্টই আছে শিরোপার রেসে। সবার পয়েন্টের ব্যাবধানই কাছাকাছি। অ্যাথলেটিকো মাদ্রিদ টেবিলের শীর্ষে থাকলেও শেষ ৪ ম্যাচে যারা দেখাতে পারবে মুনশিয়ানা, তারাই করবে বাজিমাত। তার আগে ভক্তরা করে দিয়েছেন হিসাব-নিকাশ। চলুন মিলিয়ে নেয়া যাক কার সম্ভাবনা সবচেয়ে বেশি।

টেবিল টপার অ্যাথলেটিকো মাদ্রিদের পরের ৪টি ম্যাচ বার্সা, রিয়াল সোসিয়েদাদ, অসাসুনা ও ভায়াদোলিদের সঙ্গে। বার্সা ছাড়া সবার বিপক্ষে পরিষ্কার ফেবারিট রোজি ব্লাঙ্কোরা। তাই রিয়াল-বার্সাকে টেক্কা দিয়ে দিয়াগো সিমিওনের হাতে শিরোপা ওঠাটা অসম্ভব নয়।

মেসির বার্সাও খেলবে আরও ৪টি ম্যাচ। অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়া বাকি তিন দল লেভান্তে, এইবার আর সেল্টা ভিগো। অঘটন না ঘটলে বাকি তিন দলের সঙ্গে বার্সা জিততে পারে হেসে খেলে।

অপেক্ষাকৃত সহজ পরিসংখ্যানে আছে সদ্য চ্যাম্পিয়ন্স লিগে চেলসির কাছে হারা রিয়াল মাদ্রিদ। তদের পরবর্তী ৪ ম্যাচে বড় প্রতিপক্ষ টেবিলের চারে থাকা সেভিয়া। বাকিদের হারাতে পারলে জিনেদিন জিদানের হাতেই আবারো উঠছে লা লিগার শিরোপা।

লিগের শেষ অংশে প্রতিটি ম্যাচই যে এখন ফাইনাল। কার হাতে উঠবে এবারের স্পেন শ্রেষ্ঠত্বের শিরোপা সেটা জানতে ভক্তদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক দিন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা