মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১১
শিরোনাম :

রায়পুরায় বাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১জনের মৃত্যু

রায়পুরা প্রতিনিধি (শফিকুল ইসলাম)::

নরসিংদীর রায়পুরা উপজেলার নীলকুঠি বাস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় কাভার্ড ভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ এ দূর্ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই তবে তাৎক্ষ‌ণিকভাবে নিহত ওই কাভার্ড ভ্যান চালক ও আহত‌দের নাম পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি হাইওয়ে থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষে কাভার্ডভ্যান চালক নিহত হয়েছে। এ সময় হানিফ পরিবহনের বাস চালক সহ অন্তত ১০ যাত্রী হয়েছে। ভৈরব হাইওয়ে থানার সার্জেন্ট মাহবুব হোসেন বলেন, ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে দ্রুত বি‌ভিন্ন হাসপাতা‌লে পাঠানো হ‌য়ে‌ছে। দুর্ঘটনায় আহত‌দের নাম-প‌রিচয় জানার চেষ্টা চলছে। এ ব্যাপ‌ারে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা