মুলাদী প্রতিনিধি::
চাদাঁ না দেওয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, আহত-৬। মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রাগুয়া কাজিরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান ফকির এর পুত্র আল মিরাজ(২২) এর কাছে জুম্মার নামাজ শেষে একই এলাকার সন্ত্রাসী সবুজ খার পুত্র রাব্বী খা চাদা দাবী করে। মুক্তিযোদ্ধা আঃ মন্নান ফকির এর পুত্র আল মিরাজ চাদা দিতে অস্বীকার করিলে স্থানীয় মুসল্লিরা বিষয়টি প্রাথমিক ভাবে মিমাংসা করে। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ মন্নান ফকির মুলাদী থানায় অভিযোগ করিলে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হইয়া ০৫/১১/২০২১ইং তারিখ শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭.৩০ মিনিটের সময় সবুজ খার পুত্র সন্ত্রাসী রাব্বী খা, মৃত ইসমাইল খান পুত্র সবুজ খা, সবুজ খার স্ত্রী নিলুফা, বুলবুল খা’র পুত্র ইমরান, এবং শাহালম হাওলাদার এর পুত্র নজরুল হাওলাদার পূর্ব পরিকল্পিত ভাবে দেশিয় অস্ত্র দিয়ে রাতের আধারে অতর্কিত হামলা চালায় মুক্তিযোদ্ধা আঃ মন্নান ফকিরের পরিবারের উপর। হামলায় গুরুতর আহত বীরমুক্তিযোদ্ধা আঃ মন্নান ফকির এর পুত্র ইমরান (৩২),আল মিরাজ (২২) স্ত্রী আলমতাজ বেগম, মোসলেম ফকিরের পুত্র জসিম ফকির, মৃত হাচেন আলী ফকিরের পুত্র শাহাবুদ্দিন ফকির সহ ৬জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে আঃ মন্নান ফকির এর পুত্র ইমরান (৩২),আল মিরাজ (২২) স্ত্রী আলমতাজ বেগম এর অবস্থা আশঙ্খা জনক হওয়া মুলাদী হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বরিশাল শেবাচিমে প্রেরন করেন। এ বিষয়ে মুলাদী থানায় মামলার প্রস্তুুতি নিচ্ছেন বলে সাংবাদিকদের জানান বীরমুক্তিযোদ্ধা আঃ মন্নান ফকির।