বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:০০
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

মাছ ধরা কে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে পিটিয়ে জখম

বিশেষ প্রতিনিধি (বানারীপাড়া)::

বরিশাল বানারীপাড়া উপজেলায় মাছ ধরা কে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার ইলুহার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হল ইলুহার ৩ নং ওয়ার্ডের হায়দার বাহালীর স্ত্রী শাহিনুর বেগম, ছেলে জাহিদ বাহালি, পুত্রবধু স্বর্ণা নাতী জিহাদ ও জাহিদের বোন সোনিয়া আক্তার ।
এদের মধ্যে জাহিদ ও সোনিয়াকে গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা বানারিপাড়ায় প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত জাহিদের বাবা হায়দার জানান, দীর্ঘদিন ধরে হায়দার ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ মোকসেদ বাহালীর ছেলে ফারুক ও ইকবালদের সাথে পূর্ববিরোধ চলে আসছে।

ঘটনার দিন গত বুধবার বিকেলে মাছ ধরা কে কেন্দ্র করে জাহিদ ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ ফারুক ও তার পরিবারদের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে পরিকল্পিতভাবে ফারুক, ইকবাল, ইউপি সদস্য নুরুজ্জামান এবং তাদের সহযোগী মাহবুব সহ কয়েকজন সহযোগী জাহিদ কে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় জাহিদের মা শাহিনুর বেগম, বোন সোনিয়া আক্তার, স্ত্রী স্বর্ণা বেগম এবং ছেলে জিহাদ আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন ফারুক সহ অন্যান্য সহযোগীরা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
সেখানে আহতদের মধ্যে জাহিদ এবং সোনিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় জাহিদের বাবা হায়দার বাহালি বাদী হয়ে বানারীপাড়া থানা একটি অভিযোগ দেওয়া হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা