মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৩২
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

মাছ ধরা কে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে পিটিয়ে জখম

বিশেষ প্রতিনিধি (বানারীপাড়া)::

বরিশাল বানারীপাড়া উপজেলায় মাছ ধরা কে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার বিকেল তিনটার দিকে উপজেলার ইলুহার গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহতরা হল ইলুহার ৩ নং ওয়ার্ডের হায়দার বাহালীর স্ত্রী শাহিনুর বেগম, ছেলে জাহিদ বাহালি, পুত্রবধু স্বর্ণা নাতী জিহাদ ও জাহিদের বোন সোনিয়া আক্তার ।
এদের মধ্যে জাহিদ ও সোনিয়াকে গুরুতর অবস্থা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা বানারিপাড়ায় প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত জাহিদের বাবা হায়দার জানান, দীর্ঘদিন ধরে হায়দার ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ মোকসেদ বাহালীর ছেলে ফারুক ও ইকবালদের সাথে পূর্ববিরোধ চলে আসছে।

ঘটনার দিন গত বুধবার বিকেলে মাছ ধরা কে কেন্দ্র করে জাহিদ ও তার পরিবারদের সাথে প্রতিপক্ষ ফারুক ও তার পরিবারদের দ্বন্দ্ব হয়।
এরই জের ধরে একপর্যায়ে পরিকল্পিতভাবে ফারুক, ইকবাল, ইউপি সদস্য নুরুজ্জামান এবং তাদের সহযোগী মাহবুব সহ কয়েকজন সহযোগী জাহিদ কে হত্যার চেষ্টায় কুপিয়ে রক্তাক্ত জখম করে।
এ সময় জাহিদের মা শাহিনুর বেগম, বোন সোনিয়া আক্তার, স্ত্রী স্বর্ণা বেগম এবং ছেলে জিহাদ আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন ফারুক সহ অন্যান্য সহযোগীরা।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।
সেখানে আহতদের মধ্যে জাহিদ এবং সোনিয়ার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় জাহিদের বাবা হায়দার বাহালি বাদী হয়ে বানারীপাড়া থানা একটি অভিযোগ দেওয়া হয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা