সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:২৩
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

মুলাদীর কাজিরচরে চার(৪) বছরের শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি (মুলাদী) ::

বরিশালের মুলাদীতে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে লম্পট দোকানদার। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের উত্তর কাজিরচর (জালিয়াকান্দি) গ্রামে এই ঘটনা ঘটে। উত্তর কাজিরচর গ্রামের আলতাফ সরদারের লম্পট ছেলে স্থানীয় দোকান মালিক মাসুম সরদার (২৬) শিশুটিকে ধর্ষণ করেছে বলে জানিয়েছেন শিশুর বাবা। ধর্ষনের শিকার শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) নেওয়া হয়েছে।

শিশুর বাবা জানান, ‘শনিবার সকালে আমি পার্শ্ববর্তী এক বাড়িতে আলোচনা সভা করতে যাই। সকাল সাড়ে ১০টার দিকে আমার মেয়ে বাসা থেকে টাকা নিয়ে কিছু কেনার জন্য মাসুম সরদারের দোকানে যায়। ওই সময় দোকানে কেউ না থাকায় মাসুম আমার মেয়েকে চকলেট দেওয়ার কথা বলে দোকানের পিছনে তার বাসায় নিয়ে ধর্ষণ করে। মেয়েটির ডাকচিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে গেলে মাসুম পালিয়ে যায়। সংবাদ পেয়ে মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।’ মুলাদী হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘শিশুটির অবস্থা আশঙ্কাজনক। ধর্ষণে শিশুটির পায়ুপথ ও প্রসাবের রাস্তা এক হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই উন্নত চিকিৎসার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’ স্থানীয়রা জানান, দোকানদার মাসুম নারী লোভী লম্পট। তার দোকানে ফ্লেক্সিলোড করতে আসা নারীদের মোবাইল ফোন দিয়ে উত্ত্যক্ত করে। শনিবার শিশুটিকে ধর্ষণ করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে অভিযান অব্যহত রয়েছে।’

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা