বুধবার, ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:৩১
শিরোনাম :
মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে বিক্ষোভ মিছিল। নলছিটিতে মা ও ছেলের ইসলাম ধর্ম গ্রহণ জুলাই গন অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বেলালকে সরকারি সহায়তার চেক প্রদান। ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুকের দাবিতে শিশু সন্তানসহ ঘরছাড়া স্ত্রী সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত

বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে আইন-শৃঙ্খলা এবং সমন্বয় কমিটির সভা

বিজলী ডেস্ক::
বরিশাল বিভাগীয় আইন-শৃঙ্খলা এবং সমন্বয় কমিটির সভা আজ বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, তফশিল পূর্ববর্তী সময়ে এবং তফশিল ঘোষণার পর বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা এখনও পর্যন্ত ভালো আছে। এই অবস্থা ধরে রাখতে হলে সকল দপ্তরকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার যেন বৃদ্ধি না পায় সেদিকে নজর দিয়ে অভিযান পরিচালনা করতে হবে। মাদকের বিস্তার ঠেকাতে আরও অভিযান চালিয়ে যুব সমাজকে রক্ষা করতে হবে।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় ডিআইজি মোঃ জামিল হাসানসহ অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক, র‌্যাব, কোষ্টগার্ড, আনসার বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার জানান, নির্বাচন কেন্দ্রগুলোর অবকাঠামো সংস্কারের
ব্যবস্থা নিতে হবে। একই সাথে সেখানে বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখা এবং টয়লেট ব্যবস্থাও উন্নত করতে হবে।
তিনি আরও বলেন প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি সময়ে সকল দপ্তর প্রধানদের কর্মস্থলে থাকা নিশ্চিত করা প্রয়োজন।

সভায় ছয় জেলার ডিসিসহ বিভাগীয় দপ্তরের প্রধানরা অংশ নেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা