বিজলী ডেস্ক::
বরিশাল বিভাগীয় আইন-শৃঙ্খলা এবং সমন্বয় কমিটির সভা আজ বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলীর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় বিভাগীয় কমিশনার বলেন, তফশিল পূর্ববর্তী সময়ে এবং তফশিল ঘোষণার পর বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা এখনও পর্যন্ত ভালো আছে। এই অবস্থা ধরে রাখতে হলে সকল দপ্তরকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্রের ব্যবহার যেন বৃদ্ধি না পায় সেদিকে নজর দিয়ে অভিযান পরিচালনা করতে হবে। মাদকের বিস্তার ঠেকাতে আরও অভিযান চালিয়ে যুব সমাজকে রক্ষা করতে হবে।
আইন-শৃঙ্খলা কমিটির সভায় ডিআইজি মোঃ জামিল হাসানসহ অতিরিক্ত পুলিশ কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক, র্যাব, কোষ্টগার্ড, আনসার বাহিনী এবং গোয়েন্দা সংস্থার প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন।
আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার জানান, নির্বাচন কেন্দ্রগুলোর অবকাঠামো সংস্কারের
ব্যবস্থা নিতে হবে। একই সাথে সেখানে বিদ্যুৎ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখা এবং টয়লেট ব্যবস্থাও উন্নত করতে হবে।
তিনি আরও বলেন প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি সময়ে সকল দপ্তর প্রধানদের কর্মস্থলে থাকা নিশ্চিত করা প্রয়োজন।
সভায় ছয় জেলার ডিসিসহ বিভাগীয় দপ্তরের প্রধানরা অংশ নেন।