সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ১:০২
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

বরিশাল বিআরটিসি বাস ডিপোর সাবেক ম্যানেজারের ব্যপক দুর্নীতি ও অনিয়ম

বিজলী ডেস্ক::

বিআরটিসি বরিশাল বাস ডিপোর ম্যানেজার অপারেশন জামশের আলী বিপুল দুর্নীতি ও অনিয়ম প্রধান উপদেষ্টা যোগাযোগ উপদেষ্টা দুদকের বরাবর অভিযোগ আনা হয়েছে।
গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার ছাত্রলীগ সভাপতি ছিলেন এই জামশেদ আলী দিপু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন হওয়ার সুবাদ বিআরটিসি হেড অফিস মতিঝিলে পরিযান শাখায় নিয়োগ পান। জামশের আলী বিপু উনি ওনার দলীয় আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে হয়ে যান ভারপ্রাপ্ত ম্যানেজার অপারেশন। এরপর পরইশুরু হয়ে যায় জামশের আলী বিপু’র নানা রকম দুর্নীতি ও অনিয়ম। সেখান থেকে আর পিছনের দিকে তাকাতে হয়নি জামশের আলী বিপু’কে। হয়ে যান আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যান কোটি কোটি টাকার মালিক।

বিআরটিসি মতিঝিল অফিসে যোগদানের পর ১,০২,৬০৩২২এক কোটি ২ লক্ষ ষাট হাজার তিন শত বাইশ টাকা জ্বালানি বকেয়া রাখেন। এছাড়াও নারায়ণগঞ্জ, যোয়ার সাহারা বিআরটিসি বাস ডিপোতে ৩৭,২০,৮৯০ ও ২৭,৩৩,৫৬০ টাকা বকেয়া রাখেন। মিরপুর ১২ নাম্বার দ্বিতল বি আর টি সি বাস ডিপোতে জয় নামক এক কথিত কে লিস শ্রমিকদের নামে ৭৩.০০.০০০(৭৩ লক্ষ টাকা) রাজস্ব আত্মসাৎ করেন। যার নাম মাত্র দায়সারা জয়ের নামে একখানা জিডি ( সাধারণ ডায়েরি) করেন, এরপর ২০২২ সালের ৩রা অক্টোবর বিআরটিসি বরিশাল বাস ডিপোতে যোগদান করেন। জামশের আলী বিপু বরিশাল বাস ডিপোতে যোগদানের আগে ডিপোর মাসিক আয় ছিল প্রায় অর্ধ কোটি টাকা, এই তথ্য জানান, চালক, সুপার ভাইজার ও ডিপোর অন্যান্য কর্মকর্তারা, জামশের আলী বিপু ‘র যোগদানের পর তার অনিয়মের কারণে ডিপোর আয় নেমে আসে ১৫ লাখে এছাড়া ডিপোতে জ্বালানি বকেয়া রয়েছে প্রায় ১০ লক্ষ টাকা, এবং যন্ত্রাংশ বাবদ প্রায় পাঁচ লক্ষ টাকা বকেয়া রাখেন, বরিশাল বাস ডিপো থেকে ২০২৪ সালের ৩১ শে মে গোপালগঞ্জ বদলি হওয়ার সময়, ডিপো র প্রায় ৪০ লক্ষ টাকা রাজস্ব জমা না দিয়ে চলে যান।

বরিশাল বাস ডিপোতে কর্মরত অবস্থায় থাকা নিজস্ব ক্যাডার বাহিনী বারিশাল ধান গবেষণা এলাকার, আওয়ামী লীগের দালাল সাইদুল ইসলাম আরিফ ও অপু আওয়ামী লীগের এই দালাল গুলো দিয়ে জামশের আলী বিপু এই ডিপো কন্ট্রোল করত এই আরিফের ভয়ে ডিপুর কেউ মুখ খুলতে ভয় পেত, আরিফের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে বদলি করে দেওয়া হতো ম্যানেজারের মাধ্যমে দালাল এই আরিফের আতঙ্ক এখনও ডিপোতে কাটেনি এই বহিরাগতদের দিয়ে উনি ডিপো পরিচালনা করত, এবং নামে বেনামে গাড়ি পরিচালানা করে সরকার নির্ধারিত রাজস্ব চেয়ে কম রাজস্ব নিয়ে গাড়ি পরিচালনা করে টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে।গোপালগঞ্জ বি আর টি সি ডিপো থেকে বর্তমানে জামশের আলী বিপু, বিআরটিসি হেড অফিস মতিঝিলে কর্মরত আছেন
অভিযোগে আর উল্লেখ্য করেন জামশের আলী বিপুর ঢাকা সেগুনবাগিচা এলাকায় ১২০০ স্কয়ার ফিটের ফ্লাট ক্রয় করেন এবং নামে বেনামে ঢাকায় একাধিক জমি ফ্ল্যাট রয়েছে এসব অভিযোগের ব্যাপারে জামশের আলী বিপুর সাথে যোগাযোগ করলে ফোন রিসিভ করেননি

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা