খোকন তালুকদারঃ
গত কাল (বুধভার) সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের দখিন কাজিরচর গ্রামের আঃ ছামাল হাওলাদার এর পুত্র রাকিব হাওলাদারকে ৫০ পিছ ইয়াবা সহ গ্রেফতার করেছেন মুলাদী থানা পুলিশ।এক গোপন সংবাদ ভিত্তিতে এস আই নিঃ মনিরুজ্জামান, এ এস আই মো রুহুল কাদির, এ এস আই নিঃ মোঃ জহিরুল ইসলাম সহ একদল পুলিশ ফোর্স গিয়ে রাকিব কে ঘটনা স্থলে ইয়াবা সহ গ্রেফতার করেন। তার বিরুদ্বে মাদক আইনে মামলা হয়েছে।