মঙ্গলবার, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩১
শিরোনাম :
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা: সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বিয়ে করলেন ঘন কুয়াশায় মহাসড়কে দুর্ঘটনার কবলে ৬ গাড়ি, আহত ২৫

কাউখালীতে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বলাৎকারের শিকার হয়েছে এক শিশু (৬)। তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়ের করার পর এ ঘটনায় জড়িত মো. মিঠু হাওলাদার (২২) নামে এক যুবককে শনিবার (৯ মে) রাতেই গ্রেফতার করেছে পুলিশ। মিঠু হাওলাদার (২২) উপজেলার সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। আর ভুক্তভোগী ওই স্কুলছাত্র একই এলাকার বিড়ালঝুড়ি সত্তার হেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার (৯মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামে। ওই স্কুল ছাত্রের বাবা জানান, তার শিশু পুত্রকে নারিকেল খাওয়ার কথা বলে বিকেলে ওই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় সে বাড়ি ফিরে আসে।এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ হোসেন জানান, ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার পায়ু পথ ফেটে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। কিন্তু অ্যাম্বুলেন্স সংকটের কারণে তাকে পিরোজপুর নেওয়া হয়েছে। কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা