মঙ্গলবার, ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৪৩
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কাউখালীতে শিশুকে বলাৎকার, যুবক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বলাৎকারের শিকার হয়েছে এক শিশু (৬)। তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় মামলা দায়ের করার পর এ ঘটনায় জড়িত মো. মিঠু হাওলাদার (২২) নামে এক যুবককে শনিবার (৯ মে) রাতেই গ্রেফতার করেছে পুলিশ। মিঠু হাওলাদার (২২) উপজেলার সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামের আব্দুর রশিদ হাওলাদারের ছেলে। আর ভুক্তভোগী ওই স্কুলছাত্র একই এলাকার বিড়ালঝুড়ি সত্তার হেলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে শনিবার (৯মে) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মুক্তারকাঠী গ্রামে। ওই স্কুল ছাত্রের বাবা জানান, তার শিশু পুত্রকে নারিকেল খাওয়ার কথা বলে বিকেলে ওই যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যান। সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় সে বাড়ি ফিরে আসে।এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ হোসেন জানান, ওই শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। তার পায়ু পথ ফেটে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। কিন্তু অ্যাম্বুলেন্স সংকটের কারণে তাকে পিরোজপুর নেওয়া হয়েছে। কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা