রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ৩:৫৪
শিরোনাম :
হেলমেট পরিধানে অনীহাই ঝুঁকিতে বরিশালের ৯০ ভাগ সংবাদকর্মীর প্রাণ কাউখালী উপজেলা নির্বাচনে আনারস প্রার্থীর কর্মীদের মারধর ও পুলিশ হয়রানির অভিযোগ ল’ এসোসিয়েশন অফ বাংলাদেশ (ল্যাব) এর বরিশাল জেলার কমিটি গঠন বন বিভাগের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ বর্তমানে চাকরিতে প্রবেশের বয়স ৩০ থেকে বাড়োনোর প্রস্তাব নেছারাবাদ সাগরকান্দার কুখ্যাত ডাকাত রুবেল খুলনায় আটক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ‍্যে নেছারাবাদ উপজেলায় মতবিনিময় সভা বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবসের কর্মসূচি

বরিশালের মুলাদীতে ভুমিদস্যুদের হাত থেকে জমি উদ্ধারে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানব বন্ধন

মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে ভুমিদস্যুদের হাত থেকে মুক্তিযোদ্ধাদের জন্য নিধারিত কবর স্থানে জমি উদ্ধারে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দ করোনার কারণে সামাজিক দুরুত্ব বজায় রেখে মানব বন্ধন করেন। আজ ১৭ মে রবিবার বেলা ১১ টায় মুলাদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স এর সামনে উপজেলা সকল মুক্তিযোদ্ধা ও মুলাদী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃত্রে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে মুলাদী পৌর এলাকার পূর্ব বন্দরে মুক্তিযোদ্ধাদের কবরস্থানের জন্য নির্ধারিত জমি জোড়পূর্বক দখল করে দোকান ঘর নির্মান করছেন পূর্ব বাজার জামে মসজিদ(বড় মসজিদ) এর পরিচালনা কমিটি সভাপতি কামরুজ্জামান রবিন। বন্দরের পূর্ব বাজার গরুর হাট সংলগ্ন সরকারী খাস জমি গত কয়েক বছর পূর্বে তৎকালীন উপজেলা নির্বাহী অফিস মোঃ ইসরাইল হোসেন বে-দখল থেকে উদ্ধার করে মুক্তিযোদ্ধাদের কবরস্থানের জন্য নির্ধারন করেন। সেই থেকেই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযোদ্ধাদের জন্য কবরস্থানের জায়গা নামক একটি সাইনবোর্ড টানিয়ে রাখেন। গত কয়েকদিন পূর্বে হঠাৎ করে রাতের আধারে বন্দর পরিচালনা কমিটির সভাপতি কামরুজ্জামান রবিন এর নির্দেশে সাইন বোর্ড টি তুলে ফেলে সেই স্থানে দোকান ঘর নির্মানের কাজ আরম্ব করে। তার প্রতিবাদে আজ উপজেলার ও পৌরসভা সহ ৭টি ইউনিয়নের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সকলে একত্রিত ভুমি দস্যুদের হাত থেকে মুক্তিযোদ্বাদের জন্য নির্ধারিত জমি উদ্ধার করে মুক্তিযোদ্ধাদের কবরস্থানের জমি ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলনের ডাক দিয়েছে। মুলাদী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার হাবিবুর রহমান হান্নান এর নেতৃত্রে এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সভাপতি মুনিবুর রহমান মনির ও সম্পাদক আমিনুর রহমান জহির এর নেতৃত্রে সামাজিক দুরত্ব বজায় রেখে মুল্দাী থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিন মৃধার উপস্থিততে এ মানব বন্ধন পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হান্নান, সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শুক্কুর আহমেদ খান, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী মোহসীন উদ্দিন খান, সাবেক পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তি মোঃ ইব্রাহিম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান জহির এর নেতৃত্রে উপস্থিত ছিলেন উপজেলা সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি ও সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ। এ বিষয়ে নির্বাহী অফিসার ও প্রশাসক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা শুভ্রা দাস বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত জমি মুক্তিযোদ্বাদের বুঝে নিতে বলা হলে তারা বুঝে নেয়নি,তবে সরকারি সম্পত্তি উদ্ধার করা হবে। অপর দিকে দুপুর ১২:০০ টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোশ এর নেতৃত্বে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সহ ০৫ সদস্যের প্রতিনিধি দল চরডিক্রী মৌজার জেল নং ৬২ (বিরোদীয়)সরকারি খাস জমি পরিমান ৫৪ শতাংশ,যার মধ্যে মসজিদে ৩০ শতাংশ জমি প্রধান করা হয় বাকী ২৪ শতাংশ সম্পত্তি মালিক রাষ্ট্র। ২৪ শতাংশ জমির কিছু অংশ মুলাদী উপজেলা মুক্তিযোদ্বাদের কবর স্থানে জন্য নির্ধারন করা হয়। সরকারি খাস জমি ৫৪ শতাংশ জমি পরিমাপ করে ৩০ শতাংশ মসজিদ কে বুঝিয়ে দিতে এবং বাকী ২৪ শতাংশ জমি নির্ধারন করতে গেলে মুলাদী পৌরসভার মেয়র শফিকুজ্জামান রুবেল ও মসজিদ কমিটির সভাপতি কামরুজ্জামান রবিন জমি পরিমাপ করিতে বাধা প্রদান করেন। বিষয়টি নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুম্পা ঘোশ বরিশাল জেলা প্রশাসক জনাব এস,এম,অজিয়র রহমান স্যার কে অবহিত করেন এবং পরবর্তিতে পরিমাপ করা হবে বলে প্রতিনিধি দল ফিরে আসেন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা