সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৭
শিরোনাম :
রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত মেহেরপুরে ইসলামী ছাত্র শিবিরের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন গাংনী বাজারে মোবাইল কোর্ট পরিচালানায়- কশাইকে আর্থিক জরিমান

বরিশালে স্বাস্থ্যবিধি না মানায় সকল মার্কেট বন্ধ ঘোষনা: জেলা প্রশাসন

বিজলী ডেক্স:: বরিশাল জেলার সকল উপজেলা ও মহানগর পর্যায়ে দোকানপাট, শপিংমল বন্ধ রাখার আদেশ দিয়েছে জেলা প্রশাসন। আগামীকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ৬ টা থেকে আদেশ কার্যকর হবে এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন বরিশালের জেলা ম্যাজিষ্ট্রেট ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি এস এম অজিয়র রহমান।

সোমবার (১৮ মে) এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জেলা প্রশাসক বলেন, দোকানপাট, শপিংমল বন্ধ করা হলেও চিকৎসা সংশ্লিষ্ট জরুরী সেবা সার্বক্ষনিক খোলা থাকবে।নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান, কাঁচাবাজর ও অন্যান্য পরিসেবাসমুহ পূর্বে জারীকৃত নির্দেশনা অনুযায়ী বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া জরুরী কারণ ব্যতিত রিক্সা, অটোরিক্সা, সিএনজি, মোটরসাইকেলসহ যন্ত্রচালিত সকল প্রকার যাত্রী পরিবহনের কাজে নিয়জিতো যানবাহন চলাচল বিকেল ৪ টার পর সম্পূর্ণরুপে বন্ধ থাকবে।

উল্লেখ্য, পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাজন চলাচল এ আদেশের আওতামুক্ত থাকবে। গনবিজ্ঞপ্তিতে সর্বসাধারণকে এ নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়েছে, অন্যথায় আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি, ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এরআগে রোববার (১৭ মে) জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ব্যবসায়ীক সমিতির নেতৃবৃন্দর উপস্থিতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি রমজান ও ঈদ উপলক্ষে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিংমল সহ বিভিন্ন দোকানপাটসমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সভায় জানানো হয়, বরিশালের প্রতিষ্ঠানসমূহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হওয়ার কথা ছিলো, কিন্তু গত কয়েকদিনের যাচাইকল্পে বাজারের অবস্থা বিবেচনা করে বলা যায় বরিশালের বিভিন্ন দোকান, শপিংমল স্বাস্থ্যবিধি মেনে চলছেন না পাশাপাশি ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং তাদের অসচেতনতা করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিতে রয়েছে নগরবাসী। আবার এ সময়ের মধ্যে জেলায় করোনা ভাইরাসের সংক্রমনের হারও বৃদ্ধি পেয়েছে। ফলে ওই সভায় কমিটির সকল সদস্যদের সম্মিলিত মতামতে বিভিন্ন দোকান-পাট/শপিংমল গুলো তে ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করায় করণা ঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রশাসন শপিংমল, দোকানপাট পুনরায় বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। যা আজ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করলো প্রশাসন।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা