বিজলী ডেক্স: নিষেধাজ্ঞা অমান্য করে প্রাইভেটকার ও মাইক্রোবাসে যাত্রী পরিবহনের দায়ে ৮টি গাড়ি আটক করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় নগরীর সিটি গেইট এলাকায় এ অভিযান চালানো হয়। ভাড়ায় যাত্রী পরিবহনের দায়ে ৬টি প্রাইভেট কার ও ২টি মাইক্রোবাস আটক করে জরিমানার পাশাপাশি আইনি ব্যবস্থা নিতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ব্যক্তিগত গাড়িতে ঈদ যাত্রায় প্রাইভেট কার এবং মাইক্রো চালকরা বাড়তি ভাড়ায় যাত্রী পরিবহন করছিলেন। এসব গাড়িতে ঘরমুখো যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া হচ্ছিল। এসব গাড়ির গন্তব্য ছিলো ঢাকা, কুমিল্লা, ফেনী ও নোয়াখালী। সংক্রমণের ঝুঁকি এড়াতে মানুষের শহরছাড়া প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।