মুলাদী প্রতিনিধিঃ
বরিশালের মুলাদীর ফেক আই ডি কাজিরচর নিউজ বুলেটিন এর বিরুদ্ধে থানায় সাধারন ড্রায়েরী করেছেন উপজেলা কাজিরচর ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন জমাদ্দার। অভিযোগ সূত্রে জানা যায় গত ২২/০৫/২০২০ তারিখে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকির হোসেন জমাদ্দার এর নামে কাজিরচর নিউজ বুলেটিন নামক ফেক আইডি থেকে অশালীন মন্তব্য লেখা হয়েছে। এক শ্রেণীর কুচক্রী মহল ফেক আই ডি মাধ্যমে ইউপি সদস্য জাকির হোসেনকে হেয় পতিপন্ন সহ মান সম্মান ক্ষুন্ন করেছে। যাহা মিথ্যা ও ভীতিহীন। ইউপি সদস্য জাকির হোসেন জমাদ্দার কাজিরচর নিউজ বুলেটিন এর নামে মুলাদী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন যাহার নং ৯১৪, তারিখ ২৩/০৫/২০২০ইং ।