বিজলী ডেক্স:
করোনা ভাইরাস পৃথিবীর মানুষে মহাবিপদে ফেলেছে। এই ভাইরাস থেকে বাঁচতে মানুষের গবেষণার শেষ নেই। তবে কার্যক্রম উপদান এখনো পাননি বিজ্ঞানীরা। তবে তারা নানা উপাদানের কথা বলছেন।
এমনি একদল গবেষক বলেছেন শুধু গায়ের কাপড় নয়, জানালা কিংবা দরজার পর্দার কাপড়েও ঘাপটি মেরে থাকে এই ভাইরাস। তাই বাইরে থেকে এসে গায়ের কাপড়গুলো অবশ্যই ধুয়ে নিতে হবে।
বলতে গেলে কাপড়ের সঙ্গেই আমাদেরকে জীবন যাপন করতে হয়। এই অতি জরুরি জিনিসটাতে করোনাভাইরাস থাকে ৩ থেকে ৪ ঘণ্টা।
এছাড়া তামার ওপর করোনার জীবাণু বেঁচে থাকতে পারে ৪ ঘন্টা। এলুমনিয়ামের ওপর থাকে অন্তত ২ ঘণ্টা। খাবারের প্লেট, চামচ, রেফ্রিজারেটররে থাকে ২ থেকে ৩ দিন। কার্ডবোর্ডের ওপর থাকতে পারে ২৪ ঘণ্টা। যে মোবাইল ফোনটি আমরা সার্বক্ষণিক ব্যবহার করি, সেটাতেও কয়েক ঘণ্টা করোনার জীবাণু থাকতে পারে।