আরিফুর ইসলম নাদিম:
প্রেম মানে না কোন বাধা ঘটনাটি আবারও সার্থক ভাবে প্রকাশ করলো বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ির ৬ নং ওয়ার্ডের বাসিন্দা হাফিজ খাঁ (৫৫)। পাশা পাশি বাড়ী থাকায় প্রতিবেশী হনুফা (৪০) বেগম (তিন সন্তানের মা) কে নিয়ে পলায়ন করে গোপনে অনেক সখ্যতা গড়ে উঠেছিলেন। প্রতিবেশী হনুফা বেগমের স্বামীর নাম কাঠালতলী ইউনিয়নের কালিবাড়ির ৬ নং ওয়ার্ডের বাসিন্দা ছগির হেসেন (৪৫)। তার স্বামী এর দারিদ্রতার সূযোগ নিয়ে সে প্রায়ই তাদের বাড়িতে আসা যাওয়া করত। এবং আর্থিক ভাবে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। তাদের প্রয়োজনে হাফিজ খাঁ তাদের টাকা পয়সা ধার দিত ও আরো বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করত। কিন্তু এরই ভিতরে তাদের অন্য কর্মকান্ডেরর হনুফা বেগমের স্বামী বা পাড়া প্রতিবেশীরা সন্দেহ করত না। এই সুযোগে তারা তাদের মধ্যে এক ধরনের অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এবং গত ৬ ই জুন তারা সুযোগ বুঝে দুজনে লাপাত্তা হয়ে গেছে। এই ঘটনা নিয়ে এলাকার মধ্যে মিশ্র প্রতিক্রীয়া বিরাজ করেছে।