মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৫
শিরোনাম :
চট্টগ্রামে রাতে নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫ জাহাজের মধ্যে মরদেহ- হাসপাতালে মারা গেলেন আরও ২ জন ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাসের রোগী শনাক্ত মিয়ানমারের আরও এক গুরুত্বপূর্ণ শহরের দখল নিলো বিদ্রোহী গোষ্ঠী দেশে ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু- শনাক্ত আরও ১০৭৯ ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন? প্রশ্ন করলেন সারজিস মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ সফল সিরাজগঞ্জের দুই তরুন পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন গাজীপুরে ধুমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কমিটি ঘোষনা

পটুয়াখালীতে রের্কড রুমের দলিল উধাও, অতপর বরখাস্ত ৭ জন

বিজলী ডেক্স:

পটুয়াখালী সাব-রেজিস্টার অফিসের রেকর্ড রুমে সংরক্ষিত ৬৬ বছরের পুরনো গুরুত্বপূর্ণ দলিল উধাও হওয়ার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে সন্দেহভাজন হিসেবে ওই অফিসের সাত জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়াও এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে যারা আগামী পনের কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলে পরবর্তী আইনি কার্যক্রম করা হবে বলে নিশ্চিত করেছেন জেলা রেজিস্টার মহাসীন আলম।

এদিকে, মোটা অংকের আর্থিক লেনদেনের মাধ্যমে এই পুরনো গুরুত্বপূর্ণ দলিল বালাম থেকে সুকৌশলে সরিয়ে নেয়া হয়েছে এবং এ ঘটনার সাথে অফিসের কর্মকর্তা-কর্মচারীরা প্রত্যক্ষভাবে জড়িত বলে অভিযোগ করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পটুয়াখালী সাব রেজিস্টার রেকর্ড রুমে সংরক্ষিত ১৪ নং বালামের আমতলি অফিসের ১৯৫৪ সালের একটি দলিল উধাও হওয়ার খবরটি গত জুন মাসের প্রথম দিকে ছড়িয়ে পরে। ১৪১৪ নম্বরের ওই দলিলটি ১৪নং বালামের ১১৯ থেকে ১২২ পৃষ্ঠা অর্থাৎ চার পাতা জুড়ে।

গত ১৮ জুন বিষয়টি রেকর্ড কিপার মহিউদ্দিন জেলা সাব রেজিস্টার ও রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্তিক জোয়াদ্দারকে অবহিত করলে তিনি ২১ জুন বিষয়টি জেলা রেজিস্টার মহাসীন আলমকে লিখিতভাবে জানান। ২২ জুন এ ঘটনায় একটি আংশিক তদন্ত হয়। এ ঘটনার পর ২৮ জুন রেকর্ড কিপার মহিউদ্দিন, অফিস সহায়ক শাহজাহান, ওমেদার নাসির তালুকদার, তল্লাশিকারক বশির উদ্দিন মোল্লা ও সুজন খন্দকার নকল নবিস নাসির উদ্দিন মোল্লা ও তৌফিকুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

যদিও এ ঘটনায় সহকারী রেকর্ড কিপার খাদিজা বেগমকে অন্যত্র বদলি করা হয়। যা নিয়েও অফিস পাড়ায় কানাঘুষা চলছে। সাবরেজিস্টার কর্তৃপক্ষ এই বরখাস্তের বিষয়টিকে কর্মবিরতির আদেশ বলতে চাচ্ছেন। জেলা রেজিস্টার মহাসীন আলম জানান-এ ঘটনায় নিবিড় ভাবে তদন্ত চলছে।

অপরদিকে জেলা সাব রেজিস্টার ও রেকর্ড রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা কার্তিক জোয়াদ্দার জানান, “তদন্তের সময় আরও বৃদ্ধি করা হতে পারে। তাছাড়া তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে কর্মবিরতিতে পাঠানো লাগতে পারে”। আর সহকারী রেকর্ড কিপার খাদিজা বেগমকে কর্মবিরতি কিংবা সাময়িক বরখাস্ত না করে অন্যত্র বদলি করার ব্যাপারে তিনি বলেন, “এ ঘটনার আগেই তার বদলির আদেশ ছিল কিন্তু কাজের চাপের কারণে তাকে আগে বদলি করা হয়নি।”

এদিকে সাব রেজিস্টার অফিসেরই একটি সূত্র নিশ্চিত করে জানায়, পটুয়াখালী সাব রেজিস্টার রেকর্ড রুম থেকে দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র উধাও হওয়ার ঘটনা আজ নতুন নয়। অনুসন্ধান করলে এরকম একাধিক গুরুত্বপূর্ণ দলিলাদির হদিস পাওয়া যাবেনা। একটি কুচক্রি মহলের যোগসাজশে অফিসের কতিপয় কর্মকর্তা ও কর্মচারীরা মোটা অংকের টাকার বিনিময় এই কাজ করে আসছে।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা