বিজলী অনলাইন ডেক্স:
শেরেবাংলা নগর থানায় করা অস্ত্র মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
আজ রোববার ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েস এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল।তিনি বলেন, আগামী ৩১ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন আদালত । এর আগে কারাগার থেকে আসামি শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমানকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের আগে আসামি শামীমা নূর পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান নিজেদের নিরপরাধ দাবি করেন।