শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৫
শিরোনাম :
বিয়ের পরিচয় গোপন করে প্রেমের ফাঁদে ফেলে মেয়েদের সর্বনাশ করাই একমাত্র নেশা! সাংবাদিক খান তুহিনকে মারধরের ঘটনায় বিএনপি নেতা ও পুলিশ কনস্টেবল’র বিরুদ্ধে মামলা উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে বরিশাল বিআরটিসি বাস ডিপোর সাবেক ম্যানেজারের ব্যপক দুর্নীতি ও অনিয়ম ১৮ সেপ্টেম্বর থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারে যা যা করতে পারবে সেনাবাহিনী হঠাৎ রাজধানীর আগারগাঁও-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ মীরগঞ্জ ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রনী ; জরিমানা অর্ধলাখ টাকা অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আকাঙ্ক্ষা আকাশচুম্বী: শহীদদের স্মরণসভায় মির্জা ফখরুল আজ (১৫ সেপ্টেম্বর) বিকেল থেকে কমতে পারে বৃষ্টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ৮৭৫- আহত ৩০ হাজারের বেশি: এইচআরএসএস

বরিশালে তরুনদের উদ্দ্যেগে ‘বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস ২০২০ পালিত

বিশেষ প্রতিনিধি (বরিশাল)ঃ

বরিশালে ২২টি সংগঠনের সমন্বয়ে গঠিত অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্টের আয়োজনে সারা বিশ্বের মতো ‘বৈশ্বিক জলবায়ু কার্যক্রম দিবস’ পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার ২৫ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ চৌধুরী, অ্যালায়েন্স ফর ইয়ুথ অ্যান্ড ডেভেলপমেন্ট বরিশালের কো-অর্ডিনেটর মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিশু-কিশোর, তরুণ ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।এসব সেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বন্ধু মহল ব্লাড ডোনার্স ক্লাব,এস এন ডিসি,লাল সবুজ অন্যতম।
এ সময় সবাই হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে সবাই প্ল্যাকার্ড হাতে সারিবদ্ধভাবে শোভাযাত্রা করে।
এর পূর্বে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উপস্থিত অতিথি ও তরুণরা তাদের বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে প্রতিনিয়ত অক্সিজেন কমছে। হুমকির মুখে পড়ছে পুরো বিশ্ব। উল্লেখ্য বিশ্ব জলবায়ু দিবস ২৪ সেপ্টেম্বর পালন করা হয়।
বাড়ছে সাইক্লোন, বজ্রপাত, ভূমিকম্পসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। নদী ভাঙনের ফলে অসহায় হয়ে পড়েছে চর অঞ্চলের জনজীবন। গাছ কেটে উজাড় করা হচ্ছে বন, বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না গর্ভের ভ্রূণসহ ক্ষুদ্র কোনো প্রাণ। যেখানে-সেখানে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে ধ্বংস হচ্ছে পরিবেশের ভারসাম্য।
উক্ত অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, উন্নত রাষ্ট্রগুলোকে কার্বন নিঃসরণের পরিমাণ শূন্যের কোটায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অভিযোজন প্রক্রিয়ার আওতায় ঋণ নয়, ক্ষতিপূরণ দিতে হবে।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা