বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ২:২২
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মুলাদীতে আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক এর ক্যাশিয়ারকে অতর্কিত হামলা করে ফিল্ড অফিসার সাইফুল

মুলাদী প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রীর আমার বাড়ী আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক এর ফিল্ড অফিসার সাইফুল ইসলাম একই প্রতিষ্ঠানের ক্যাশিয়ার/ জুনিয়ার অফিসার মাসুদ হোসেন এর উপর অতর্কিত হামলা চালায়। জানা যায় গত ০১ অক্টোবর বিকাল ৩টায় মুলাদী উপজেলার আমার বাড়ী আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক এর ফিল্ড অফিসার সাইফুল ইসলাম এর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও গ্রাহকদের টাকা আত্মসাৎ এর কারণে এনজিও প্রতিষ্ঠান আমার বাড়ী আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক এর উর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বাকেরগঞ্জ উপজেলায় বদলী করেন। বদলী হওয়ার পর প্রতিষ্টানের সকল হিসাব নিকাশ বুঝিয়ে দেওয়ার কথা ছিল। সাইফুল ইসলাম হিসাব বুঝিয়া না দিয়ে তাল বাহানা করতে থাকে, পরে আমার বাড়ী আমার খামার পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্টান তাকে ৫ কর্ম দিবসের মধ্যে হিসাব বুঝিয়ে দেওয়ার চিটি দেয়, চিঠি পাওয়ার পর চরকালেখান ইউনিয়নের ফিল্ড সুপারভাইজার সাইফুল নিজে আরও ৫ দিন বাড়িয়ে নেন হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য। ১০ দিন অতিবাহিত হওয়ার পরেও প্রতিষ্টানের হিসাব বুঝিয়ে না দিয়ে ক্ষমতার দাপটে অফিসের সিসি ক্যামেরা নিজ হাতে সুইচ বন্দ করে দিয়ে ৩/৪ জন বহিরাগতদের সহায়তা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের কম্পিউটার অপারেটর আর্থাড ক্যাশিয়ার জুনিয়ার অফিসার মাসুদ হোসেনকে রক্ষা করে। পরে আথার্ড এর কাছে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমার সামনেই বহিরাগতদের নিয়ে অতর্কিত হামলা চালায় চরকালেখান ইউনিয়নের ফিল্ড অফিসার সাইফুল ইসলাম। এ বিষয়ে আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সমীর এর কাজে জানতে চাইলে তিনি বলেন আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয় অবহিত করেছি এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ সাইফুলের বিরুদ্ধে গ্রহন করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস এর কাছে জানাতে চাইলে তিনি বলেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা