নিজস্ব প্রতিবেদক, বরিশালঃ
রাজধানী ঢাকার একটি বেসরকারি এনজিও সংস্থা বরিশালে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। ‘রোটারি ক্লাব উত্তরা লেকভিউ’ নামের একটি সংগঠনটির উদ্যোগে সোমবার দুপুরে শহরের ১০ নং ওয়ার্ড কেডিসি বুড়িরবাড়ি এলাকায় শীতবস্ত্র বিরতণ করে। সংস্থটির সম্পাদক ডা. শায়লা আহম্মেদ মুনিয়া অন্তত ২ শতাধিক মানুষকে উষ্ণতা দিতে এমন উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর ১০ ওয়ার্ড আ’লীগ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখর চন্দ্র দাস, ১০ ওয়ার্ড আ’লীগের সভানেত্রী নাজমুর নাহার লাকী প্রমুখ।’ ‘রোটারি ক্লাব উত্তরা লেকভিউ’র পক্ষ থেকে দেশের বিভিন্ন স্থানে এরআগেও একাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার কীর্তনখোলা নদীতীর জনপদে শীতবস্ত্র বিতরণ করা হলো।