মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৩৯
শিরোনাম :
চট্টগ্রামে রাতে নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫ জাহাজের মধ্যে মরদেহ- হাসপাতালে মারা গেলেন আরও ২ জন ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাসের রোগী শনাক্ত মিয়ানমারের আরও এক গুরুত্বপূর্ণ শহরের দখল নিলো বিদ্রোহী গোষ্ঠী দেশে ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু- শনাক্ত আরও ১০৭৯ ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন? প্রশ্ন করলেন সারজিস মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ সফল সিরাজগঞ্জের দুই তরুন পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন গাজীপুরে ধুমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কমিটি ঘোষনা

লঙ্কানদের মাটিতে ইংলিশদের দাপট

নিজেদের ঘরের মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। সেখানে রীতিমতো দাপট দেখাচ্ছে সফররত ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সিরিজের ১ম টেস্টের ২য় দিনশেষে স্বাগতিকদের বিপক্ষে ইংলিশদের লিড ১৮৫ রানের। হাতে আছে এখনো ৬ উইকেট।

২য় দিনে ব্যাট করতে নেমে যদিও শুরুতেই উইকেট হারায় ইংলিশরা। আগের দিনে ৪৭ রানে অপরাজিত থাকা জনি বেয়ারস্টো এদিন কোন রান যোগ না করেই আউট হন।

তবে আরেকপ্রান্তে অবিচল জো রুট। আগের দিন অপরাজিত ছিলেন ৬৬ রানে। ২য় দিন পুরোটায় ব্যাট করেছেন। মধ্যাহ্ন বিরতির পরপরই তুলে নেন সেঞ্চুরি। থার্ড সেশন শুরুর আগে ছুঁয়ে ফেলেন দেড়শ’ রানের কোটা। বৃষ্টির বাগড়ায় একটু আগেভাগে দিনের খেলা শেষ হয়ে গেলে, ১৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক। তৃতীয়দিনে নামবেন নিজের ডাবল সেঞ্চুরি তুলে নিতে। সঙ্গে দলের লিডটাও লঙ্কানদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চাইবেন রুট।

ইংলিশ অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন এই ম্যাচে অভিষেক হওয়া ড্যান লরেন্স। জাতীয় দলের জার্সিতে ১ম টেস্টের ১ম ইনিংসেই পেয়েছেন ফিফটির দেখা। খেলেছেন ৭৩ রানের ঝলমলে একটি ইনিংস। যদিও দিনের শেষ সেশনে আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে।

দিনশেষে উইকেটে রুটের সঙ্গে অপরাজিত আছেন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। ইংলিশদের সংগ্রহ ৪ উইকেটে ৩২০ রান। লিড ১৮৫ রানের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা