বুধবার, ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৪:২৭
শিরোনাম :
সরকারি ক্রয় ব্যবস্থার দক্ষতা বৃদ্ধিতে পটুয়াখালী ভার্সিটিতে: দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু। দুমকিতে চাঁদার টাকা না পেয়ে ইউপি চেয়ারম্যানকে লাঞ্চিত! কাঠালিয়ায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন ফরম বিতরন ও আলোচনা সভা নলছিটিতে বিশ্ব তামাক দিবস উপলক্ষে সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত বিএনপি নেতা মাহাবুবুল হক নান্নুর ঈদের শুভেচ্ছা এবং ঐক্যের আহ্বান ঝালকাঠিতে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচি পালিত বিদ্যুৎ সঞ্চালন লাইন পরিবর্তনের দাবীতে নলছিটিতে মানববন্ধন অনুষ্ঠিত নলছিটির জুলফিকার আলি ভূট্টো কলেজের অধ্যক্ষর বিদায়ী সংবর্ধনা অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান ক্যান্সারে আক্রান্ত ; লাইফ সাপোর্টে আছেন পবিপ্রবিতে- দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

লঙ্কানদের মাটিতে ইংলিশদের দাপট

নিজেদের ঘরের মাঠে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। সেখানে রীতিমতো দাপট দেখাচ্ছে সফররত ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। সিরিজের ১ম টেস্টের ২য় দিনশেষে স্বাগতিকদের বিপক্ষে ইংলিশদের লিড ১৮৫ রানের। হাতে আছে এখনো ৬ উইকেট।

২য় দিনে ব্যাট করতে নেমে যদিও শুরুতেই উইকেট হারায় ইংলিশরা। আগের দিনে ৪৭ রানে অপরাজিত থাকা জনি বেয়ারস্টো এদিন কোন রান যোগ না করেই আউট হন।

তবে আরেকপ্রান্তে অবিচল জো রুট। আগের দিন অপরাজিত ছিলেন ৬৬ রানে। ২য় দিন পুরোটায় ব্যাট করেছেন। মধ্যাহ্ন বিরতির পরপরই তুলে নেন সেঞ্চুরি। থার্ড সেশন শুরুর আগে ছুঁয়ে ফেলেন দেড়শ’ রানের কোটা। বৃষ্টির বাগড়ায় একটু আগেভাগে দিনের খেলা শেষ হয়ে গেলে, ১৬৮ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন ইংলিশ অধিনায়ক। তৃতীয়দিনে নামবেন নিজের ডাবল সেঞ্চুরি তুলে নিতে। সঙ্গে দলের লিডটাও লঙ্কানদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে চাইবেন রুট।

ইংলিশ অধিনায়ককে যোগ্য সঙ্গ দিয়েছেন এই ম্যাচে অভিষেক হওয়া ড্যান লরেন্স। জাতীয় দলের জার্সিতে ১ম টেস্টের ১ম ইনিংসেই পেয়েছেন ফিফটির দেখা। খেলেছেন ৭৩ রানের ঝলমলে একটি ইনিংস। যদিও দিনের শেষ সেশনে আউট হয়ে ফিরে গেছেন সাজঘরে।

দিনশেষে উইকেটে রুটের সঙ্গে অপরাজিত আছেন উইকেটকিপার ব্যাটসম্যান জস বাটলার। ইংলিশদের সংগ্রহ ৪ উইকেটে ৩২০ রান। লিড ১৮৫ রানের।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা