মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২১
শিরোনাম :
চট্টগ্রামে রাতে নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৫ জাহাজের মধ্যে মরদেহ- হাসপাতালে মারা গেলেন আরও ২ জন ঢাকায় এডিস মশাবাহিত জিকা ভাইরাসের রোগী শনাক্ত মিয়ানমারের আরও এক গুরুত্বপূর্ণ শহরের দখল নিলো বিদ্রোহী গোষ্ঠী দেশে ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু- শনাক্ত আরও ১০৭৯ ফারুকীরা কীভাবে উপদেষ্টা পরিষদে আসেন? প্রশ্ন করলেন সারজিস মালচিং পদ্ধতিতে তরমুজ চাষ সফল সিরাজগঞ্জের দুই তরুন পাকিস্তান থেকে বাংলাদেশে জাহাজ আসায় উদ্বিগ্ন ভারত দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হলো “সিরাজগঞ্জ এক্সপ্রেস” ট্রেন গাজীপুরে ধুমপানমুক্ত বাংলাদেশ চাই সোসাইটির কমিটি ঘোষনা

মোস্তাফিজের পাঁচ বলেই এক ওভার!

অনলাইন ডেস্ক::

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হয়ে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ।

সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল স্বাগতিকরা।

শুক্রবার ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। আর বোলিংয়ে এসে অন্যরকম একটি রেকর্ড গড়লেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

যদিও মোস্তাফিজের এ রেকর্ডে সবটুকু অবদান আম্পায়ার গাজী সোহেলের। তার ভুলে ৫ বলেই একটি ওভার শেষ করেন মোস্তাফিজ।

ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ইনিংসের ৪০তম ওভারে। এ সময় মাত্র ১২০ রানে ৯ উইকেট হারিয়ে দিশেহারা ক্যারিবীয়রা। দ্রুতই সফরকারীদের গুটিয়ে ফেলতে বোলিংয়ে আসেন মোস্তাফিজ। পপিং ক্রিজে ছিলেন রোভম্যান পাওয়েল। প্রথম দুই বলে কোনো রান নিতে পারেননি এ মিডল অর্ডার ব্যাটসম্যান।

একটু মনোযোগ হারিয়ে তৃতীয় বলটি নো করে বসেন মোস্তাফিজ। আম্পায়ার গাজী সোহেল ফ্রি-হিটের সংকেত দেন।

কিন্তু ফ্রি-হিট বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি পাওয়েল। কিন্তু ফ্রি-হিটের ডেলিভারি কোমর উচ্চতায় করায় ফের নো-এর সংকেত দেন আম্পায়ার।

ফলে আরও একটি ফ্রি-হিট পায় ক্যারিবীয়রা। এবার ২ রান নেন পাওয়েল। সে হিসাবে প্রথম তিন বলে ৪ রান নেন পাওয়েল। বাকি থাকার কথা তিন বল। মোস্তাফিজ ২ বল করেন। কোনো রান নিতে পারেননি পাওয়েল। শেষ বলে বাউন্ডারির বাইরে পাঠাতে পারবেন কী পাওয়েল! কিন্তু না, সবাইকে অবাক করে দিয়ে ওভার শেষের ঘোষণা দেন আম্পায়ার।

প্রেসবক্সে উপস্থিত স্কোরাররা নিশ্চিত করেছেন, আম্পায়ার গাজী সোহেলের ভুল গণনায় সে ওভারে পাঁচটি বলই করেছেন মোস্তাফিজ।

আম্পায়ারের এমন ভুল অবশ্য এটাই প্রথম নয়। ২০১২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া কমনওয়েলথ সিরিজে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে পাঁচ বলে ওভার দিয়েছিলেন আম্পায়ার সাইমন ফ্রাই। অ্যাডিলেডে সেদিন ভারতের বিপক্ষে বল করছিলেন লাসিথ মালিঙ্গা।

আম্পায়ারের এমন ভুলে কোনো সমস্যা হয়নি খেলায়। কারণ পুরো ৫০ ওভার খেলতে পারেনি ক্যারিবীয়রা। ৪৩.৪ ওভারেই ১৪৮ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা