অনলাইন ডেস্ক::
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-২ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) মো. শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ঢাকা কার্যলয়ে মামলা করেন।
শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক।
এরপর তার দাখিল করা সম্পদ বিবরণীর সঙ্গে দুদকের অনুসন্ধানে অসঙ্গতি খুঁজে পায়। তার বিরুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও প্রায় ৯০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে সংস্থাটি।