বুধবার, ৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৯
শিরোনাম :
ঝালকাঠিতে চলমান এসএসসি পরীক্ষায় এক কেন্দ্রের ৮ শিক্ষককে বহিস্কার প্রবাসীর স্ত্রীকে নিয়ে লাপাত্তা ছাত্রদলের সাধারন সম্পাদক রাজশাহীর তানোর থানায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা উজিরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্বারক উপহার পেলো মুহাইমিন শুভ মেহেরপুরে ৪৫ বোতল ফেনসিডিলসহ মাদক সমগ্রী নুরজাহান আটক পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ নেতৃত্বে একাধিক ইট ভাটায় অভিজান মেহেরপুরে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট মেহেরপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত মেহেরপুরে জনসম্পৃক্তি বিষয়ক বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত রায়পুরাতে চেয়ারম্যানের বাড়িতে অতর্কিত হামলায় ভাংচুর অগ্নিসংযোগ- লুটপাট ও গুলিবিদ্ধ গৃহবধূ নিহত

অযৌক্তিক কারণে প্রকল্প ব্যয় বাড়লে ক্ষমা পাবে না কেউ: তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক::

নির্ধারিত ২০২৩ সালেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সেইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অযৌক্তিক কারণে প্রকল্প ব্যয় আর মেয়াদ বাড়লে, ক্ষমা পাবেন না কেউ। যদিও ২ বছর মেয়াদসহ এই প্রকল্পেরই ব্যয় বেড়েছে ২৪শ’ ১ কোটি টাকা।’

শনিবার (০৬ ফেব্রুয়রি) দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জে ‘ঢাকা ইনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই (DESWS)’ প্রকল্পের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

চলমান এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালে। সেটি এখন ঠেকেছে ২০২৩ এ। পুনঃনির্ধারিত এ সময়েও কাজ শেষ হবে কি-না; সেটা নিয়েও আছে সংশয়। কারণ করোনায় গতি কমিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জের গন্ধর্বপুরে অবস্থিত ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের কাজ।

৮২ একর জায়গার ওপর বাস্তবায়নাধীন এই প্রকল্পে স্থাপিত হবে একশ’ ৫ কোটি লিটার পানি উত্তোলন ক্ষমতা সম্পন্ন । যার প্রথম ফেইজে মেঘনা নদী থেকে দৈনিক ৫০ কোটি লিটার পানি পরিশোধিত হবে। সরবরাহ করা হবে, ঢাকার উত্তর-পশ্চিমাংশ বাড্ডা-গুলশান-বনানী-উত্তরা, মিরপুরসহ আরও এলাকায়।

স্থানীয় সরকার মন্ত্রীর হুঁশিয়ারি, কোনো কর্মকর্তার গাফিলতির জন্য প্রকল্পের মেয়াদ ও অর্থ বাড়াতে হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

২০১৯ সালের অক্টোবরে শুরু হওয়া, ৫ হাজার ৬শ’ কোটি টাকার এ প্রকল্পে সরকারের পাশাপাশি অর্থ দিয়েছে এডিবি, এএফডি ও ইআইবি।

৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৪৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতাসম্পন্ন পদ্মা-জশলদিয়া পানি শোধনাগারের কাজ শেষ হলেও সরবরাহ লাইন নির্মাণ শেষ না হওয়ায় সেবা পাচ্ছেন না রাজধানীবাসী।

ভূগর্ভস্থ পানি ৩০ শতাংশ আর সারফেস ওয়াটার বা উপরিভাগের পানি ৭০ শতাংশ লক্ষ্য রেখে ঢাকা ওয়াসার নির্মাণাধীন এই প্রকল্পটি নির্দিষ্ট মেয়াদে কাজ শেষ করে পানি সরবরাহ নিশ্চিত করতে কতটা সক্ষম হয় তা এখন দেখার বিষয়।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা