অনলাইন ডেস্ক::
অবৈধভাবে সম্পদ অর্জন এবং সেই তথ্য গোপন করার অভিযোগে বগুড়া-২ আসনে জাতীয় পার্টির এমপি শরিফুল ইসলাম ওরফে জিন্নাহকে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সময় আদালত বলেন, এমপি হলেও বিচারিক আদালতে আত্মসমর্পণে অসম্মানের কিছু নেই। নিচের কোর্টে গেলে সংসদ সদস্যের মান সম্মান চলে যাবে এটা ঠিক নয়।
সোমবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের এক দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। দুদকের আইনজীবী মো. খুরশিদ আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন বেঞ্চে এসে জামিন চান এ সংসদ সদস্য। তার বিরুদ্ধে এক কোটি ৫৯ লাখ ৭৮ হাজার ১১৩ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন এবং ৮৯ লাখ ২৭ হাজার টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।