অনলাইন ডেস্ক::
এসেছে ঋতুরাজ বসন্ত। রোববার (১৪ ফেব্রুয়ারি) ছিল বিশ্ব ভালোবাসা দিবস। আর নতুন সংশোধিত বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একই দিনে পালিত হয়েছে বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস। দিবসটি উপলক্ষ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।
রোববার দুপুর সাড়ে ১২টায় নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন–Love Is Meaningless Without Trust. যার বাংলা অর্থ ‘বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন’। এরপর মুহূর্তেই স্ট্যাটাসটি ভাইরাল হয়ে যায়।
স্ট্যাটাসটির সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নিজের ১৯টি হাস্যোজ্জ্বল ছবিও পোস্ট করেন।
রিপোর্ট লেখার সময় দুপুর দেড়টা পর্যন্ত ওবায়দুল কাদেরের স্ট্যাটাসটি ৫ হাজার ৭শ’ বার শেয়ার হয়েছে। বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন ৭ হাজার ৮শ’ জন।