সোমবার, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রাত ১:৩৫
শিরোনাম :
নেছারাবাদ সাগরকান্দার কুখ্যাত ডাকাত রুবেল খুলনায় আটক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তারের অবহেলায় নবজাতক মৃত্যুর অভিযোগ জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ‍্যে নেছারাবাদ উপজেলায় মতবিনিময় সভা বরিশালে যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবসের কর্মসূচি প্রাণ বাঁচাতে বাংলাদেশে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নিল ১৪ মিয়ানমার সেনা জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার দল বিএনপি: শেখ ফজলে শামস পরশ বিআইডব্লিউটিএ’র গুদামের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের সাতটি ইউনিট অগ্রণী ব্যাংক ৯৭৫ তম রায়পুরা শাখার উদ্বোধন আসন্ন রায়পুরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে মোঃ বাহাউদ্দীনকে কাউন্সিলর করতে চান “ওয়ার্ডবাসী”

ইশরাককে দেখে ফেরি চলাচল বন্ধের অভিযোগ

অনলাইন ডেস্ক::

পূর্বঘোষিত সমাবেশে অংশ নিতে বরিশালে যাওয়ার পথে মাওয়া ফেরিঘাটে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির পরাজিত মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার গোপীবাগের নিজ বাসা থেকে রওনা হওয়ার পর মাওয়া ঘাটে তার গাড়ি বহর এসে পৌঁছলে বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা ফেরী বন্ধ করে চলে যায় বলে অভিযোগ করেন ইশরাক।

এসময় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে ফেরি চলাচল শুরু না হলে লঞ্চে করে সমাবেশের উদ্দেশ্যে রওনা হন ইশরাক ও বিএনপির নেতাকর্মীরা।

পদ্মার ওপারে কাঁঠালবাড়ি ঘাটে পৌঁছানোর পর আবারো বাধার সম্মুখীন হন বলেও অভিযােগ করেন ইশরাক। সবধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয় বলে দাবি করেন তিনি।

তিনি জানান, তারা মাওয়া ঘাট পার হওয়ার পর এপারে আসার পরই তাদের দেখেই পরিবহণ মালিক সমিতির নেতাকর্মীরা যান চলাচল বন্ধ করে দেয়। এরপর আলাদা আলাদা হয়ে বিএনপির নেতাকর্মীরা ১ ঘণ্টা পর বরিশালের উদ্দেশ্যে রওনা হয়।

কয়েকদফা বাধার সম্মুখীন হওয়ার অভিযোগ জানিয়ে  উপস্থিত সাংবাদিকদের ইশরাক বলেন, কোন বাধাই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমাতে পারবে না। ষড়যন্ত্র রুখে দিয়েই এগিয়ে যাবেন তারা। যেকোন প্রতিহিংসা শক্ত হাতেই প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন ইশরাক।

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা